বিরোধ মেটাতে ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র প্রস্তুত: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে অচলাবস্থা কাটাতে সরাসরি আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
রুবিও এক বিবৃতিতে বলেন, 'ইরান ইস্যুর শান্তিপূর্ণ ও দীর্ঘস্থায়ী সমাধানের জন্য যুক্তরাষ্ট্র সবসময় সরাসরি আলোচনায় রাজি।'
তিনি মনে করিয়ে দেন, এর আগে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য ইরানের বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরু করেছে।
রুবিও বলেন, 'স্ন্যাপব্যাক (নিষেধাজ্ঞা) আমাদের কূটনৈতিক প্রস্তুতিকে দুর্বল করে না, বরং আরও শক্তিশালী করে। আমি ইরানের নেতাদের আহ্বান জানাই, তারা যেন অবিলম্বে এমন পদক্ষেপ নেয় যাতে দেশটি কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। শান্তির পথে হেঁটে ইরানি জনগণের সমৃদ্ধি নিশ্চিত করুক।'
এর আগে আলোচনায় ব্যর্থ হওয়ার পর ইরানের বিরুদ্ধে 'স্ন্যাপব্যাক' প্রক্রিয়া শুরুর ঘোষণা দেয় যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স। তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতিতে জানান, এ বিষয়ে তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবহিত করেছেন।