পুতিন-জেলেনস্কি বৈঠকের কোনো পরিকল্পনা নেই: রুশ পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সম্ভাব্য শীর্ষ সম্মেলনের কোনো এজেন্ডা ছিল না এবং এই ধরনের বৈঠকের কোনো পরিকল্পনাও নেই।
শুক্রবার (২২ আগস্ট) এনবিসি'র 'মিট দ্য প্রেস উইথ ক্রিস্টেন ওয়েলকার' অনুষ্ঠানে লাভরভ বলেন, পুতিন জেলেনস্কির সঙ্গে যুদ্ধ শেষ করার সম্ভাব্য কোনো চুক্তি নিয়ে আলোচনার জন্য প্রস্তুত ছিলেন। তবে এজন্য একটি সুস্পষ্ট এজেন্ডা থাকা আবশ্যক, যা বর্তমানে নেই।
তিনি বলেন, 'পুতিন জেলেনস্কির সঙ্গে তখনই সাক্ষাৎ করতে প্রস্তুত, যখন শীর্ষ সম্মেলনের এজেন্ডা প্রস্তুত হবে। এবং এই এজেন্ডা এখন পর্যন্ত মোটেই প্রস্তুত নয়।' তাই আপাতত কোনো বৈঠক নিয়ে পরিকল্পনা হয়নি।
লাভরভ জানান, রাশিয়া সম্প্রতি পুতিন-ট্রাম্প শীর্ষ বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের উত্থাপিত কয়েকটি বিষয়ে নমনীয়তা দেখাতে রাজি হয়েছিল। তবে ওয়াশিংটনে ট্রাম্প ও ইউরোপীয় সহযোগীদের আলোচনায় ইউক্রেন একইরকম নমনীয়তা দেখায়নি।
তিনি বলেন, 'তিনি [ট্রাম্প] স্পষ্টভাবে দেখিয়েছেন—সবাই ভালোভাবে বুঝেছেন যে, ওয়াশিংটনের কিছু নীতি মেনে চলা আবশ্যক, যার মধ্যে রয়েছে ইউক্রেনের ন্যাটো সদস্যপদ না নেওয়া এবং আঞ্চলিক বিষয়ে আলোচনা। জেলেনস্কি সবকিছুতেই না বলেছিলেন।'
লাভরভ আরও বলেন, 'তিনি (জেলেনস্কি) এমনকি রাশিয়ান ভাষা নিষিদ্ধ করার আইন বাতিলের বিষয়ে না বলেছেন। আমরা কীভাবে এমন একজনের সঙ্গে দেখা করতে পারি, যিনি নেতা হওয়ার ভান করছেন?'
এর আগে ডোনাল্ড ট্রাম্প ৮ আগস্টের মধ্যে পুতিনকে যুদ্ধ শেষ করতে বলেছিলেন; না হলে রাশিয়া নতুন নিষেধাজ্ঞার মুখোমুখি হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন। এই নিষেধাজ্ঞা রাশিয়া ও রাশিয়ার তেল ক্রয় করা দেশগুলোর ওপর প্রযোজ্য হতো। তবে ট্রাম্প শেষ পর্যন্ত গত শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকের পরও রাশিয়া কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেনি। দেশটি পূর্বের দাবির অধিকাংশই বজায় রেখেছে এবং দুটি ইউক্রেনীয় অঞ্চলে সামরিক সংঘাত স্থগিত করার প্রস্তাব দিয়েছে। এছাড়া, নিয়ন্ত্রণাধীন ছোট কিছু ইউক্রেনীয় ভূমি ফেরত দেওয়ার সম্ভাবনাও প্রকাশ করেছে।
ক্রেমলিনের শীর্ষ পর্যায়ের সঙ্গে পরিচিত তিনজন সূত্র রয়টার্সকে জানিয়েছেন, পুতিন চায় ইউক্রেন পূর্বের পুরো দনবাস অঞ্চল ছাড়ুক, ন্যাটোতে যোগদানের ইচ্ছা ত্যাগ করুক, নিরপেক্ষ থাকুক এবং দেশটিতে পশ্চিমা সেনাদের ঢুকতে দেওয়া হবে না।
ভলোদিমির জেলেনস্কি শুক্রবার বলেছেন, তিনি রাশিয়াকে কোনো এলাকা 'উপহার' দিতে চান না। তিনি জানিয়েছেন, ক্রেমলিন সব কিছু করছে যাতে তার ও পুতিনের বৈঠক অনুষ্ঠিত না হয়।
জেলেনস্কি ইউক্রেনের মিত্রদের আহ্বান জানিয়েছেন, যদি রাশিয়া যুদ্ধ শেষ করার কোনো আগ্রহ না দেখালে নতুন করে নিষেধাজ্ঞা দেওয়া হোক।