ব্র্যাড পিটের বাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার ৪ কিশোর, টার্গেটে ছিলেন অন্য তারকারাও

লস অ্যাঞ্জেলেসে হলিউড তারকা ব্র্যাড পিটের বাড়িতে চুরির ঘটনায় চার কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লস অ্যাঞ্জেলেস পুলিশ প্রধান জিম ম্যাকডোনেল জানিয়েছেন, এই চারজনকে বেশ কয়েকটি 'সেলিব্রিটি বার্গলারি' বা খ্যাতিমানদের বাসায় চুরির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়েছে। তাদের লক্ষ্যবস্তু ছিল অভিনেতা ও পেশাদার ক্রীড়াবিদদের বাড়ি।
গ্রেপ্তারদের মধ্যে দুজনের বয়স ১৮ বছর, একজনের ১৭ ও একজনের ১৬। পুলিশ বলছে, তারা সবাই একটি স্ট্রিট গ্যাংয়ের সদস্য। তাদের বাসায় তল্লাশিতে চুরি হওয়া বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে।
পুলিশ ভুক্তভোগী তারকাদের নাম প্রকাশ করেনি। তবে চলতি বছর অভিনেত্রী নিকোল কিডম্যান ও সংগীতশিল্পী কিথ আরবান, এলএ ডজার্সের পিচার ইয়োশিনোবু ইয়ামামতো এবং সাবেক এলএ ফুটবল ক্লাব স্ট্রাইকার অলিভিয়ে জিরুর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
তদন্ত শুরু হয় জুনের শেষের দিকে, যখন মুখোশধারী তিন চোর ব্র্যাড পিটের বাড়িতে হানা দেয়। পুলিশ প্রধান ম্যাকডোনেল জানান, তারা লস ফেলিজ এলাকার বাড়িটির চারপাশের বেষ্টনী টপকে জানালার কাচ ভেঙে প্রবেশ করে বিভিন্ন জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।
যদিও পুলিশ নিশ্চিত করেনি বাড়িটি অস্কারজয়ী এ অভিনেতারই, তবে ঠিকানাটি পিট ২০২৩ সালে কেনা একটি সম্পত্তির সঙ্গেই মেলে। তিন বেডরুমবিশিষ্ট বড় এই বাড়িটি গ্রিফিথ পার্কের ঠিক বাইরে, বিখ্যাত হলিউড সাইনের কাছে।
ম্যাকডোনেল জানান, অভিযুক্তরা শহরজুড়ে খ্যাতিমান ব্যক্তিদের বাসায় চুরির সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য। নজরদারি বাড়াতে তারা লক্ষ্যবস্তু বাড়ির আশপাশে গোপনে ক্যামেরা বসিয়ে মালিকের দৈনন্দিন রুটিন পর্যবেক্ষণ করত এবং ওয়াই–ফাই জ্যামার ব্যবহার করে নিরাপত্তা ক্যামেরা অচল করে দিত।
তার মতে, খ্যাতিমান ব্যক্তি ও ক্রীড়াবিদদের সহজ লক্ষ্যবস্তু হওয়ার একটি কারণ হলো তাদের উপস্থিতি ও সময়সূচি অনলাইনে প্রকাশিত হওয়া। তবে এই ঝুঁকি শুধু তাদের নয়—যে কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্রমণের তথ্য প্রকাশ করলে অনিচ্ছাকৃতভাবে চোরদের নিজের অবস্থান জানিয়ে দিতে পারে।