শান্তির জন্য ইউক্রেন-রাশিয়াকে কিছু ভূখণ্ড বিনিময় করতে হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেন ও রাশিয়া—উভয় দেশকেই একে অপরকে কিছু ভূখণ্ড ছাড়তে হবে। তিনি আরও জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আগামী শুক্রবার আলাস্কায় তার বৈঠকের উদ্দেশ্য হবে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে আলোচনা শুরু করার মতো পরিবেশ আছে কি না, তা যাচাই করা।
হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে এই বৈঠক হবে এক ধরনের 'প্রাথমিক আলোচনাসভা'—যেখানে বোঝার চেষ্টা করা হবে, পুতিন কোনো চুক্তি করতে রাজি আছেন কি না। তিনি দাবি করেন, দুই মিনিটের মধ্যেই তিনি বুঝে যেতে পারবেন, কোনো অগ্রগতি সম্ভব কি না।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, 'আমি ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলতে যাচ্ছি, এবং আমি তাকে বলব—তোমাকে এই যুদ্ধ শেষ করতেই হবে। তোমাকে এটা শেষ করতেই হবে।'
তিনি আরও বলেন, ভবিষ্যতে এমন একটি বৈঠক হতে পারে যেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও থাকবেন, যা তার, পুতিন ও জেলেনস্কির মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকে রূপ নিতে পারে। পুতিনের সঙ্গে আলোচনার পর তিনি শিগগিরই ইউরোপীয় নেতাদের সঙ্গে কথা বলবেন বলে জানান।
ট্রাম্প বলেন, তার লক্ষ্য হলো রক্তক্ষয়ী এই সংঘাতের দ্রুত যুদ্ধবিরতি নিশ্চিত করা।
অতীতে ট্রাম্প যুদ্ধের সমাধান হিসেবে ভূখণ্ড বিনিময়ের প্রস্তাব দিয়েছেন, তবে শান্তিচুক্তির অংশ হিসেবে একে অপরকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার ব্যাপারে রাশিয়া ও ইউক্রেন—দুই দেশই অনাগ্রহ দেখিয়েছে। ইউরোপীয়রা আশঙ্কা করছেন, রাশিয়াকে বড় ধরনের ছাড় দিলে ভবিষ্যতে পশ্চিমা বিশ্বের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় ও রক্তক্ষয়ী যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেন রুশ বাহিনীকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে আসছে। রাশিয়া দাবি করছে, ইউক্রেনের পশ্চিমাপন্থি ঝোঁক থেকে তাদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি হওয়ায় যুদ্ধ শুরু করেছে তারা। তবে কিয়েভ ও তার পশ্চিমা মিত্রদের মতে, এই হামলা আসলে সাম্রাজ্যবাদী ধাঁচে ভূখণ্ড দখলের প্রচেষ্টা।
বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড দখল করে আছে, অন্যদিকে ইউক্রেনের দখলে রাশিয়ার প্রায় কোনো ভূখণ্ডই নেই। ট্রাম্প বলেন, 'কিছু ভূখণ্ড বিনিময় হবে।' তিনি আরও বলেন, 'রাশিয়া ও সবার সঙ্গে আলোচনার মাধ্যমেই হবে। আর আমি এটা জানি যে এটা ইউক্রেনের জন্যই ভালো।' ট্রাম্প স্বীকার করেন, রাশিয়া কিছু 'খুবই মূল্যবান ভূখণ্ড' দখল করে আছে, তবে 'আমরা সেই ভূখণ্ডের কিছুটা ফেরত পাওয়ার চেষ্টা করব।'