ওড়ার আগে বিমানে আগুন, যুক্তরাষ্ট্রে অল্পের জন্য রক্ষা পেলেন আমেরিকান এয়ারলাইন্সের ১৭৯ আরোহী
যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের বিমানটির ল্যান্ডিং গিয়ারের একটি টায়ার যান্ত্রিক ত্রুটি দেখা দিলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সময় শনিবার বেলা পৌনে ৩টার দিকে এ ঘটনার পরপরই তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে উড়োজাহাজে থাকা ১৭৩ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্যসহ মোট ১৭৯ জন আরোহীকে নিরাপদে সরিয়ে নেয় কর্তৃপক্ষ। এ সময় একজন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
আমেরিকান এয়ারলাইন্স ও ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরের বরাতে জানানো হয়েছে, বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজটি উড্ডয়নের আগে টায়ার সম্পর্কিত একটি 'মেইনটেন্যান্স ইস্যু'-র সম্মুখীন হয়।
পরবর্তীতে ডেনভার ফায়ার ডিপার্টমেন্টসহ বিমানবন্দরের জরুরি সেবাদাতারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদেরকে জরুরি স্লাইড ব্যবহার করে বিমানের বাইরে রানওয়েতে নামিয়ে আনে।
উড়োজাহাজটির মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। যাত্রীরা জানান, হঠাৎ বিকট শব্দ শুনে ও নিচে আগুনের শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন সবাই।
আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, উড়োজাহাজের চাকা বিস্ফোরণ ও ব্রেক করার সময় সৃষ্ট গতি হ্রাসের ফলে ব্রেকে আগুন ধরে যায়। পরে ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
এক বিবৃতিতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, 'সব যাত্রী ও ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। উড়োজাহাজটি এখন আমাদের রক্ষণাবেক্ষণ দলের তত্ত্বাবধানে রয়েছে। আমাদের স্টাফদের পেশাদারিত্বের জন্য ধন্যবাদ এবং যাত্রীদের ভোগান্তির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।'
এছাড়া বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে ৫ জনকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয় এবং আরও একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া শেষে হাসপাতালে পাঠানো হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজটি স্থানীয় সময় দুপুর ১টা ১২ মিনিটে গেট থেকে ছাড়ার কথা ছিল। তবে দুপুর ২টা ৪৫ মিনিটে ঘটনাটি ঘটে। এতে শনিবার সন্ধ্যা পর্যন্ত ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২৪০টি ফ্লাইট বিলম্বিত হয়।
আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রীরা মিয়ামির উদ্দেশে একইদিনে বিকল্প উড়োজাহাজে রওনা দেবেন। ঘটনাটি নিয়ে এফএএ তদন্ত শুরু করেছে।