টেকসই সমৃদ্ধির জন্য সামুদ্রিক সম্পদ ব্যবহারে প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ

দেশের সামুদ্রিক সম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ রোববার (৩ আগস্ট) নৌবাহিনী সদর দপ্তরে 'বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৫'-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
অধ্যাপক ইউনূস বলেন, নৌ ও বিমানবাহিনী শুধু দেশরক্ষায় নয়, জাতীয় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, আধুনিক সামরিক কাঠামো গড়ে তোলা এবং সংকটকালে জনগণের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
তিনি বলেন, সমুদ্রসম্পদভিত্তিক ব্লু ইকোনমি গড়ে তুলতে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (এমআইডিএ) গঠনসহ উপকূলীয় অঞ্চলে নানা উন্নয়ন কার্যক্রম চলছে। ভবিষ্যতের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গভীর সমুদ্রবন্দরের ব্যবস্থাপনায় নৌবাহিনীর ভূমিকাও তিনি প্রশংসা করেন।
তিনি বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীর নেতৃত্বে দেশপ্রেমিক, মেধাবী, দক্ষ, পেশাদার, সৎ, মানবিক এবং নৈতিক গুণাবলি-সম্পন্ন যোগ্য কর্মকর্তাদের নির্বাচনের জন্য নির্বাচনী পর্ষদকে নির্দেশনা দেন।
সশস্ত্র বাহিনীর উন্নয়নে নৌ ও বিমানবাহিনীর অবদানের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় নিরাপত্তা সংকট মোকাবিলায় তাদের দায়িত্বশীল ভূমিকা জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।
অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্য, সর্বস্তরের মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থনে প্রাণ উৎসর্গকারীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানস্থলে পৌঁছালে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা নৌ সদর দপ্তরের চত্বরে একটি বৃক্ষ রোপণ করেন এবং নৌবাহিনী, বিমানবাহিনী ও জাতির সমৃদ্ধ ভবিষ্যতের কামনা করেন।