খাদ্যে বিষক্রিয়া, তিন দিন বাড়ি থেকেই রাষ্ট্রীয় কাজ করবেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠছেন বলে গত রোববার তার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে। এতে বলা হয়েছে, তিনি আগামী তিন দিন বাড়িতে বিশ্রামে থাকলেও দায়িত্ব পালনে সক্রিয় থাকবেন।
৭৫ বছর বয়সী নেতানিয়াহু রাতে অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসকেরা জানান, তিনি অন্ত্রের প্রদাহ ও পানিশূন্যতায় ভুগছেন। এজন্য তাকে শিরার মাধ্যমে সেলাইন দেওয়া হচ্ছে।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, 'চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাড়িতে বিশ্রাম নেবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন।'
২০২৩ সালে নেতানিয়াহুর শরীরে পেসমেকার বসানো হয়েছিল এবং গত ডিসেম্বরে তাকে মূত্রনালির সংক্রমণ ধরা পড়ার পর প্রোস্টেট অপসারণ করতে হয়।