ভারতে প্রথম শোরুম উদ্বোধন টেসলার; উচ্চ শুল্কের কারণে ৭০ হাজার ডলারে বিক্রি হবে মডেল 'ওয়াই'

যুক্তরাষ্ট্রভিত্তিক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা অবশেষে ভারতের বাজারে প্রবেশ করেছে। মঙ্গলবার মুম্বাইয়ে প্রথম শোরুম উদ্বোধনের পাশাপাশি প্রতিষ্ঠানটি জানায়, ভারতের বাজারে মডেল ওয়াই গাড়ির দাম শুরু হবে প্রায় ৭০ হাজার ডলার বা ৬০ লাখ রুপি থেকে—যা বিশ্বের বড় বাজারগুলোর মধ্যে সর্বোচ্চ।
গত কয়েক বছর ধরে ভারতে ব্যবসা শুরুর আগ্রহ দেখালেও দেশটির উচ্চ আমদানি শুল্কের কারণে পিছিয়ে যায় টেসলা। কারণ ভারতে শুল্ক ও অন্যান্য কর ১০০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে। ফলে গাড়ির দাম প্রায় দ্বিগুণ হয়ে যায়।
ভারতে যেখানে টাটা ও মাহিন্দ্রার মতো দেশীয় কোম্পানিগুলো সাধারণ মানুষের জন্য অপেক্ষাকৃত সস্তা ইভি তৈরি করে, সেখানে টেসলা মূলত জার্মান ব্র্যান্ড বিএমডব্লিউ ও মার্সিডিজের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। উল্লেখ্য, বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ির বাজার ভারতে বৈদ্যুতিক গাড়ির অংশ মাত্র ৪ শতাংশ।

চলতি বছরের তৃতীয় প্রান্তিক থেকেই গাড়ি সরবরাহ শুরু হবে বলে আশা করছে টেসলা।
টেসলা প্রধান ইলন মাস্ক দীর্ঘদিন ধরে ভারতের উচ্চ আমদানি শুল্কের সমালোচনা করে আসছেন। কারখানা স্থাপনের আগ্রহ থাকলেও আপাতত তা হচ্ছে না। বর্তমানে চীনে তৈরি মডেল ওয়াই গাড়িই ভারতে বিক্রি করা হবে, কারণ টেসলার মার্কিন কারখানাগুলো এখনও রাইট-হ্যান্ড ড্রাইভ গাড়ি তৈরি করে না, যা ভারতের জন্য প্রয়োজন।
ভারতে মডেল ওয়াই রিয়ার-হুইল ড্রাইভের দাম ৬০ লাখ রুপি এবং লং-রেঞ্জ রিয়ার-হুইল ড্রাইভের দাম ৬৮ লাখ রুপি নির্ধারণ করা হয়েছে। তুলনায়, যুক্তরাষ্ট্রে এই গাড়ির দাম ৪৪,৯৯০ ডলার, চীনে ২,৬৩,৫০০ ইউয়ান (প্রায় ৩৬,৭০০ ডলার) এবং জার্মানিতে ৪৫,৯৭০ ইউরো (প্রায় ৫৩,৭০০ ডলার)।

গাড়ির সঙ্গে পূর্ণ স্বচালিত চালনার (ফুল সেলফ-ড্রাইভিং বা এফএসডি) সুবিধাও পাওয়া যাবে। এর জন্য অতিরিক্ত ৬ লাখ রুপি খরচ হবে। ভবিষ্যতের সফটওয়্যার আপডেটের মাধ্যমে আরও উন্নত স্বচালিত সুবিধা যুক্ত করা হবে।
টেসলার মুম্বাই শোরুম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ।
তিনি বলেন, 'ভবিষ্যতে আমরা ভারতে গবেষণা ও উৎপাদন কার্যক্রম দেখতে চাই। আমি নিশ্চিত, সঠিক সময় এলে টেসলা এ নিয়ে ভাববে।'