শান্তিপূর্ণ উদ্দেশে ইরানের পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার রয়েছে: পুতিন

শান্তিপূর্ণ উদ্দেশে ইরানের পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গতকাল শুক্রবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশন শেষে স্কাই নিউজ অ্যারাবিয়ার মহাব্যবস্থাপক ও অধিবেশনের সঞ্চালক নাদিম কুতেইচকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
পুতিন বলেন, 'আমরা বিশ্বাস করি, শান্তিপূর্ণ উদ্দেশে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার ইরানের আছে। বিগত বছরগুলোর মতো এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দিতে আমরা প্রস্তুত।'
তিনি আরও বলেন, রাশিয়া যেকোনো দেশেই পারমাণবিক অস্ত্রের বিস্তারে বিরোধিতা জানায়। 'আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) নিশ্চিত করেছে, ইরান পারমাণবিক অস্ত্র অর্জনে কোনো ধরনের চেষ্টা চালাচ্ছে—এমন কোনো প্রমাণ নেই।'
পুতিন ইরান ও ইসরায়েলকে আলোচনার মাধ্যমে সংঘাত সমাধানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্য সম্পর্কে কোনো প্রমাণ পাওয়া যায়নি- এ কথা মস্কো বারবার ইসরায়েলকে বলে এসেছে।
এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থাও কোনো প্রমাণ পায়নি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন, ইসরায়েল যে সময় হামলা চালিয়েছে, সে সময় ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের খুব কাছাকাছি ছিল। তিনি ইরানের 'নিঃশর্ত সমর্পণ' দাবি করেছেন এবং সতর্ক করেছেন যে যুক্তরাষ্ট্র এ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে।