যৌন অপরাধের অভিযোগে ফের দোষী সাব্যস্ত হলেন হলিউড প্রযোজক হার্ভি ওয়াইনস্টিন

নিউইয়র্কের ম্যানহাটনের একটি আদালত হলিউডের বিতর্কিত প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনকে এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন। তিন সপ্তাহ ধরে চলা এই মামলার মাধ্যমে ২০২০ সালে তার বিরুদ্ধে আনা আগের মামলার ঘটনাগুলো আবারও সামনে আসে, যদিও সেই মামলার রায় আপিলের মাধ্যমে বাতিল হয়েছিল।
ওয়াইনস্টিনকে প্রযোজক মিরিয়াম হেইলিকে ২০০৬ সালে যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে, অভিনেত্রী কায়া সোকোলাকেও ২০০৬ সালে যৌন নির্যাতনের আরেকটি অভিযোগ থেকে তিনি খালাস পেয়েছেন।
অন্যদিকে, অভিনেত্রী ও হেয়ারস্টাইলিস্ট জেসিকা ম্যান অভিযোগ করেছেন, ওয়াইনস্টিন তাকে ২০১৩ সালে ম্যানহাটনের একটি হোটেলে ধর্ষণ করেছিলেন। এই অভিযোগে এখনও জুরিরা একমত হতে পারেননি। বিচারক তাদের আলোচনার জন্য আরও সময় নেওয়ার নির্দেশ দিয়েছেন।
হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে নতুন এই রায় তার আগের দুই মামলার ধারাবাহিকতায় এসেছে—এর একটি আপিলে বাতিল হয়েছে, অন্যটিতে ক্যালিফোর্নিয়ার আদালত তাকে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে। বাতিল হওয়া নিউইয়র্কের মামলায় তার ২৩ বছরের সাজা হয়েছিল।
এদিকে, জুরি রায় ঘোষণার আগে আদালতের প্রতি অনাস্থা জানিয়ে বিচার বাতিলের আবেদন করে ওয়াইনস্টিন। বিচারককে উদ্দেশ্য করে তিনি বলেন, 'এটা আমার জীবনের প্রশ্ন।' তিনি আরও বলেন, 'আমি ন্যায়বিচার পাচ্ছি না… আপনি আমাকে বিপদের মুখে ফেলছেন, মাননীয় বিচারক।'
জুরি বোর্ড একটানা প্রায় এক সপ্তাহ আলোচনা করার পর মামলার আংশিক রায় ঘোষণা করে। আলোচনার সময়ই বোঝা যাচ্ছিল, বিচার কার্যক্রম ভেস্তে যেতে পারে।
বুধবার জুরি বোর্ডের প্রধান বিচারকের সঙ্গে কথা বলতে চান। তিনি জানান, একটি 'অস্বস্তিকর' পরিস্থিতির মুখে পড়েছেন। বিচারক জানান, ওই জুরি প্রধান বলেছিলেন, 'আমি আর ওই ঘরে ফিরতে পারছি না।' এরপর তাকে আলাদা একটি কক্ষে পাঠানো হয়। সেখানে তিনি একটি চিরকুটে লেখেন, 'একটি বিষয় নিয়ে আপনাকে বলার আছে।'
ওই জুরি প্রধান জানান, দলের একজন সদস্য তাকে হুমকির সুরে বলেছিলেন, 'একদিন বাইরে দেখা হবে।' এছাড়া জুরিদের আলোচনার ঘরে চিৎকার-চেঁচামেচিও হয়।
ওয়াইনস্টিনের আইনজীবী আর্থার এইডালা বিষয়টি আরও গুরুতরভাবে তুলে ধরেন। তিনি বলেন, জুরি দলের প্রধান ভয় পেয়েছিলেন, কারণ একজন সহ-সদস্য তাকে বলেছিলেন, 'তোমার সঙ্গে বাইরে দেখা হবে'—এরপর যোগ করেন, 'তুমি আমাকে চেনো না।'
তবে সরকারি পক্ষের আইনজীবী ম্যাথিউ কোলাঞ্জো বলেন, ওই জুরি প্রধানকে ভীত বা চিন্তিত মনে হয়নি, বরং তিনি ছিলেন 'একগুঁয়ে'।
অপরদিকে, হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে দেওয়া রায়ে আশার কথা শুনিয়েছেন অভিযোগকারীরা। এক সংবাদ সম্মেলনে হেইলি বলেন, 'এই রায় আমাকে আশাবাদী করেছে। যৌন সহিংসতা নিয়ে মানুষের সচেতনতা বাড়ছে, এবং পরিপূর্ণ ভিকটিম হতে হবে—এই ভুল ধারণা ভাঙছে। আমি আশা করি, এই রায় অন্যদের সামনে এসে ন্যায়ের কথা বলার সাহস দেবে।'
সোকোলা বলেন, 'এই রায় আমাদের সবার বড় জয়। আমি চাই, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে কথা বলছি—এটা দেখে অন্যরাও সাহস পাক।'
অন্যদিকে, আরেক অভিযোগকারী জেসিকা ম্যান বলেন, 'আমি ধর্ষণ নিয়ে কখনো মিথ্যা বলব না। সম্পর্কের মধ্যেও ধর্ষণ হতে পারে—যেখানে ক্ষমতা ও নিয়ন্ত্রণ গল্পকে চালিত করে।'
তিনি আরও বলেন, ওয়াইনস্টিনের আইনজীবী ও প্রচারণা দল তার বিরুদ্ধে 'অপপ্রচার' চালিয়েছে। 'সত্য বলার মূল্য আমাকে অনেক দিতে হয়েছে—আমার গোপনীয়তা, নিরাপত্তা। আমি আমার ট্রমা, লজ্জা—সব কিছু উন্মুক্ত করেছি, তবু সত্য বলেছি, বারবার।'
মামলার একটি অভিযোগে মিশ্র রায় দেয় জুরি, তবে ২০১৩ সালে ম্যানকে নিউইয়র্কের একটি হোটেলে ধর্ষণের অভিযোগে জুরিদের আরও আলোচনার নির্দেশ দেওয়া হয়।
তবে, ওয়াইনস্টিন নিজেকে নির্দোষ দাবি করেছেন। তার আইনজীবীরা বলেন, অভিযুক্ত নারীদের সঙ্গে যা ঘটেছে, তা তাদের সম্মতিতেই হয়েছে।