নজর কাড়ছে প্রিন্সেস ডায়ানার গাউন, শুরু ‘সর্ববৃহৎ’ রাজকীয় নিলাম

প্রিন্সেস ডায়ানার স্কি স্যুট, ফ্রান্সের ফার্স্ট লেডির উপহারে পাওয়া একটি ডিওর হ্যান্ডব্যাগ এবং শিশু হাসপাতালে যাওয়ার সময় পরা একটি ফুলেল পোশাকসহ তার ব্যবহৃত শতাধিক আইটেম এই মাসে নিলামে তোলা হচ্ছে।
জুলিয়েন'স অকশনস এ নিলামকে রাজকীয় ফ্যাশনের 'সবচেয়ে বড় সংগ্রহ' হিসেবে বর্ণনা করেছে। এতে রয়েছে ডায়ানার ব্যবহৃত প্রায় ১০০টি আইটেম; যার মধ্যে রয়েছে টুপি, জুতা, হ্যান্ডব্যাগ, পোশাকের স্কেচ ও হাতে লেখা চিঠি।
'প্রিন্সেস ডায়ানার স্টাইল ও একটি রাজকীয় সংগ্রহ'- শিরোনামে এই নিলামের জন্য অনলাইনে নিলাম শুরু হয়েছে।
এই মাসের শেষ দিকে ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে সরাসরি এই নিলাম অনুষ্ঠিত হবে।

নিলামের সবচেয়ে দামী আইটেম দুটি পোশাক—ডায়ানার একাধিকবার পরা একটি ফুলেল গাউন, এবং ১৯৮৬ সালের উপসাগর সফরে পরা একটি ক্যাথরিন ওয়াকার সিল্ক গাউন। প্রত্যেকটির দাম ২ থেকে ৩ লাখ ডলার পর্যন্ত উঠতে পারে।
'কেয়ারিং ড্রেস' নামে পরিচিত ফুলেল পোশাকটি ডিজাইন করেছিল বেলভিল সাসুন। এর উজ্জ্বল রঙ শিশুদের আনন্দিত করত বলে জানিয়েছেন ডিজাইনার।
নিলামে আরও রয়েছে একটি হলুদ ব্রুস ওল্ডফিল্ড টু-পিস, ভার্সাচির নীল স্লিভলেস পোশাক এবং ডায়ানার বাগদানের পর প্রথম অনুষ্ঠানে পরা একটি কালো ট্যাফেটা গাউন।
এই গাউনের ডিজাইনার এলিজাবেথ ইমানুয়েল, যিনি ডায়ানার বিয়ের পোশাকও তৈরি করেছিলেন।
এলিজাবেথ ইমানুয়েল বলেন, তার দেওয়া স্কেচ ও পুরনো আইটেমগুলো আবারও মানুষের ভালোবাসা পাবে।

নিলামে আরও রয়েছে একটি হলুদ ব্রুস ওল্ডফিল্ড টু-পিস, ভার্সাচির নীল স্লিভলেস পোশাক এবং ডায়ানার বাগদানের পর প্রথম অনুষ্ঠানে পরা একটি কালো ট্যাফেটা গাউন।
এই গাউনের ডিজাইনার এলিজাবেথ ইমানুয়েল, যিনি ডায়ানার বিয়ের পোশাকও তৈরি করেছিলেন।
এলিজাবেথ ইমানুয়েল বলেন, তার দেওয়া স্কেচ ও পুরনো আইটেমগুলো আবারও মানুষের ভালোবাসা পাবে।
নিলামে আরও বিক্রির জন্য রাখা হয়েছে বার্নাদেট শিরাকের উপহারে পাওয়া একটি ডিওর হ্যান্ডব্যাগ এবং হানিমুনে রওনা হওয়ার সময় পরা একটি পিচ রঙের হ্যাট।
আনুষ্ঠানিক পোশাক ছাড়াও রয়েছে একটি নাইলনের স্কারলেট স্কি স্যুট ও একটি ওভারসাইজড সোয়েটার—যার উপর ব্রিটিশ লাং ফাউন্ডেশনের লোগো। এগুলোর দাম যথাক্রমে ৫০ হাজার ও ২০ হাজার ডলার পর্যন্ত উঠতে পারে।

ডায়ানার জীবদ্দশাতেও তার পোশাক নিলামে উচ্চমূল্যে বিক্রি হয়েছে। ১৯৯৭ সালে তিনি প্রায় ৮০টি পোশাক নিলামে তোলেন ক্রিস্টির মাধ্যমে, যা থেকে ক্যানসার ও এইডস গবেষণায় তহবিল হিসেবে ৩২ লাখ ডলারের বেশি সংগ্রহ হয়।
২০২৩ সালে জুলিয়েন'স অকশনস-এ তার একটি কালো-নীল জ্যাক আজাগুরি গাউন ১১ লাখ ৪০ হাজার ডলারে বিক্রি হয়ে রেকর্ড গড়ে।
এই মাসের নিলামের অংশ হিসেবে ডায়ানার কিছু পোশাক নিউ ইয়র্ক, লন্ডন ও লস অ্যাঞ্জেলেসে ব্যক্তিগত প্রদর্শনীতে রাখা হয়েছে। আর কিছু আইটেম বর্তমানে আয়ারল্যান্ডের নিউব্রিজ শহরের মিউজিয়াম অব স্টাইল আইকনসে প্রদর্শিত হচ্ছে।

এছাড়া, এই নিলামে ব্রিটিশ রাজপরিবারের অন্যান্য সদস্যদের কিছু আইটেমও অন্তর্ভুক্ত রয়েছে—যেমন উইন্ডসরের ডিউক ও ডাচেস, রানী এলিজাবেথ দ্বিতীয় এবং রানীর মায়ের পোশাক—যার কিছু আইটেম উনবিংশ শতাব্দীর।
এই নিলাম থেকে হওয়া আয়ের অংশবিশেষ ব্রিটিশ দাতব্য সংস্থা মাক্যুলার ডিস্ট্রফি ইউকে-কে দেওয়া হবে বলে জানিয়েছে অকশন হাউজ।
জুলিয়েন'স অকশনস-এর সহ-প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মার্টিন নোলান বলেন, 'প্রিন্সেস ডায়ানার উত্তরাধিকার শুধু তার মানবিক কাজের মধ্যেই নয়, বরং তার স্টাইলের চিরন্তন সৌন্দর্যের মাধ্যমেও বেঁচে আছে; যা এখনও বিশ্বজুড়ে মানুষকে অনুপ্রাণিত করে।'