মুম্বাইয়ে অতিরিক্ত ভিড়ে লোকাল ট্রেন থেকে ছিটকে পড়ে ৫ জনের মৃত্যু
ভারতের মুম্বাইয়ে মুমব্রার কাছে ছত্রপতি শিবাজি মহারাজ অভিমুখে যাওয়া একটি একটি ট্রেন থেকে পড়ে আজ সোমবার ৫ যাত্রী নিহত হয়েছেন।
প্রাথমিক তথ্যমতে, ট্রেনটি অতিরিক্ত ভিড়ে ঠাসা ছিল। অনেক যাত্রী দরজার পাশে ঝুলছিলেন। এমন অবস্থায় ধাক্কা বা ঠেলাঠেলির কারণে প্রায় ১২ জন যাত্রী রেললাইনে পড়ে যান। এতে পাঁচজনের মৃত্যু হয়।
রেল প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং আহতদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে, পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
মুমব্রায় ট্রেন দুর্ঘটনার পর রেলওয়ে বোর্ড জানিয়েছে, মুম্বাই উপনগর রেলের জন্য নির্মাণাধীন সব রেকে স্বয়ংক্রিয় দরজা বন্ধ করার সুবিধা থাকবে। পাশাপাশি, বর্তমানে ব্যবহৃত সব রেক পুনঃনকশা করে তাতে দরজা বন্ধ করার সুবিধা যুক্ত করা হবে।
সেন্ট্রাল রেলের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) ড. স্বপ্নিল নিলা বলেন, 'সকাল প্রায় ৯টা ৫০ মিনিটে কাসারা থেকে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (সিএসএমটি) অভিমুখে যাওয়া একটি ফাস্ট লোকাল ট্রেন থেকে আটজন যাত্রী পড়ে যান। ঘটনাটি মুমব্রা ও দিওয়া স্টেশনের মাঝামাঝি ডাউন ফাস্ট লাইনে ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, দুইটি লোকাল ট্রেনের ফুটবোর্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ব্যাগ একে অপরের সঙ্গে ধাক্কা খায় এবং তারা ট্রেন থেকে পড়ে যান।'
ড. নিলা আরও জানান, নতুন রেকগুলোতে স্বয়ংক্রিয় দরজা বন্ধ করার ব্যবস্থা থাকবে।
বর্তমানে আহত সব যাত্রীকে কালভার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, শিব সেনার ঠাণে থেকে নির্বাচিত লোকসভা সদস্য নরেশ মাস্কেকে যাত্রী মৃত্যুর ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন।
একটি আঞ্চলিক সংবাদ চ্যানেলকে তিনি বলেন, 'ঘটনার কারণ খুঁজে বের করতে হবে। কীভাবে তারা পড়ে গেলেন... সেখানে কি ভিড় ছিল, ধাক্কা লেগেছিল, না কি কোনো মারামারির ঘটনা ঘটেছিল?'
নরেশ মাস্কে বলেন, 'যদি এটা লোকাল ট্রেনের ভিড় হতো, তাহলে বিষয়টি কিছুটা বোঝা যেত। কিন্তু এই ঘটনা তো চলন্ত এক্সপ্রেস ট্রেনে ঘটেছে। প্রশাসনের আরও সজাগ থাকা প্রয়োজন।'
মহারাষ্ট্র বিধান পরিষদের বিরোধীদলীয় নেতা আম্বাদাস দানভে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে লিখেছেন, পুষ্পক এক্সপ্রেস থেকে হঠাৎ এত মানুষ পড়ে গিয়ে যে দুর্ঘটনা ঘটেছে, তা মর্মান্তিক ও গুরুতর।
তিনি আরও বলেন, এই ঘটনা মুম্বাইয়ের রেল নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস ঘটনাটিকে 'দুর্ভাগ্যজনক' বলে আখ্যায়িত করেছেন। তিনি জানান, দিওয়া ও মুমব্রা স্টেশনের মধ্যবর্তী এলাকায় একটি লোকাল ট্রেন থেকে মোট আটজন যাত্রী পড়ে যান।
তিনি আরও বলেন, 'আহত সবাইকে শিবাজি হাসপাতাল ও ঠাণে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।'
