উপহার হিসেবে কাতারের বিমান না নেওয়াটা ‘বোকামি’ হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের রাজপরিবারের কাছ থেকে একটি বিমান উপহার নেওয়ার পরিকল্পনা নিয়ে ওঠা নৈতিক বিতর্ককে উড়িয়ে দিয়ে বলেছেন, এই উদার প্রস্তাব ফিরিয়ে দেওয়া 'বোকামি' হবে।
৪০০ মিলিয়ন ডলার মূল্যের বিলাসবহুল এই বিমানটি এয়ার ফোর্স ওয়ান হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত করা হবে এবং মার্কিন সরকারের পাওয়া সবচেয়ে মূল্যবান উপহারগুলোর একটি হতে পারে এটি।
এই খবর সামনে আসার সঙ্গে সঙ্গে ডেমোক্র্যাট নেতারা ও সুশীল সমাজের পক্ষে কর্মরত সংগঠনগুলো তীব্র সমালোচনা করে বলেন, এটি স্বার্থের সংঘাত তৈরি করতে পারে এবং প্রেসিডেন্টের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।
ট্রাম্প জানান, বোয়িং ৭৪৭-৮ মডেলের বিমানটি শেষ পর্যন্ত তার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে দান করা হবে — যেখানে তার শাসনামলের গবেষণার নথিপত্র সংরক্ষিত থাকবে — এবং তিনি অফিস ছাড়ার পর ব্যক্তিগত কাজে এটি ব্যবহারের কোনো পরিকল্পনা নেই।
হোয়াইট হাউজে সাংবাদিকদের তিনি বলেন, 'আমি মনে করি, এটি কাতারের পক্ষ থেকে একটি দারুণ সদিচ্ছা। আমি এর জন্য খুবই কৃতজ্ঞ। আমি কখনোই এই ধরনের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার মতো মানুষ নই।'
মধ্যপ্রাচ্য সফরে রওনা হওয়ার আগে তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, 'মানে আমি যদি বলি 'না, আমরা এই বিনামূল্যে পাওয়া অত্যন্ত দামি বিমান চাই না' — তাহলে আমি বোকা ছাড়া আর কিছুই না।'
রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, মূলত মার্কিন সরকারের সামরিক সহায়তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে এই উপহার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এই উপহার গ্রহণ করা একটি বাস্তববাদী সিদ্ধান্ত এবং তিনি হতাশ যে বোয়িং এখনও পর্যন্ত তার প্রথম মেয়াদে অর্ডার করা নতুন এয়ার ফোর্স ওয়ান বিমান সরবরাহ করতে পারেনি।
এই প্রস্তাবের সমালোচকরা বলেন, এটি অনৈতিক এবং সম্ভবত যুক্তরাষ্ট্রের সংবিধানবিরোধী।
ডেমোক্র্যাট সিনেটর ব্রায়ান শাটজ, ক্রিস মারফি, কোরি বুকার এবং ক্রিস কুনস এক বিবৃতিতে বলেন, 'ট্রাম্প যদি এই উপহার গ্রহণ করেন, তবে তা একটি স্পষ্ট স্বার্থসংঘাত তৈরি করবে, জাতীয় নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলবে এবং বিদেশি প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করবে।'
যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য জো কোর্টনি, যিনি হাউস সিপাওয়ার অ্যান্ড প্রজেকশন ফোর্সেস সাবকমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য, তিনি বলেন, 'এই বিতর্ক বিমান বাহিনীর আসল নতুন এয়ার ফোর্স ওয়ান বহরের সরবরাহ ত্বরান্বিত করার প্রচেষ্টাকে দুর্বল করতে পারে এবং বিভ্রান্তি সৃষ্টি করবে।'
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, 'প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে কাতারের এই দান সংক্রান্ত আইনি বিষয়গুলো এখনও চূড়ান্ত করা হয়নি।'
তিনি আরও জানান, 'কাতার ভবিষ্যতে এর বিনিময়ে কিছু চাইতে পারে কিনা—এ নিয়ে ট্রাম্প প্রশাসন উদ্বিগ্ন নয়।'