‘যুদ্ধে ক্ষয়ক্ষতি স্বাভাবিক’— তবে সব পাইলট ফিরে এসেছে: ভারতীয় বিমান বাহিনী

ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) জানিয়েছে, "যুদ্ধে ক্ষয়ক্ষতি একটি স্বাভাবিক বিষয়।" যদিও ক্ষয়ক্ষতির কোনো বিস্তারিত তথ্য তারা নিশ্চিত না করেই বলেছে যে, পাকিস্তানের সঙ্গে আকাশপথের সংঘর্ষের পর তাদের সব পাইলট নিরাপদে দেশে ফিরে এসেছেন।
আজ রোববার (১১ মে) এক প্রশ্নের জবাবে ভারতীয় পক্ষ এই মন্তব্য করে, যেখানে জানতে চাওয়া হয়েছিল বিমান বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না।
এর আগে পাকিস্তানি সেনাবাহিনীর এক মুখপাত্র গত বুধবার বার্তাসংস্থা রয়টার্সকে জানান, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছেন। তবে ভারত এই দাবি নিশ্চিত করেনি।
ওই একই দিনে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের চারটি সরকারি সূত্র রয়টার্সকে জানিয়েছে, সেখানে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এর আগে ভারত জানায়, সীমান্ত পার হয়ে পাকিস্তানের অভ্যন্তরে নয়টি "সন্ত্রাসী অবকাঠামো" লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এই ঘটনার মধ্যেই দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্রতর হয়ে উঠেছে এবং উভয় পক্ষ থেকেই তথ্য নিয়ে ভিন্ন বক্তব্য আসছে।