মার্কিন শুল্কের চাপে ভারত, মঙ্গলবার নয়াদিল্লিতে দুই পক্ষের বাণিজ্য আলোচনা

মঙ্গলবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বিষয়ক জরুরি আলোচনা । মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপ করার কয়েক সপ্তাহ পরে এই বৈঠক হতে চলেছে।
এই বাড়তি শুল্কের কারণে আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের রপ্তানি কমে গেছে, যা গত নয় মাসের মধ্যে সর্বনিম্ন।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ সচিব এবং এই আলোচনার প্রধান মধ্যস্থতাকারী রাজেশ আগরওয়াল সাংবাদিকদের জানিয়েছেন, দুই দেশ বাণিজ্য আলোচনাকে 'দ্রুত এগিয়ে নিতে' সম্মত হয়েছে।
তিনি আরও জানান, দক্ষিণ এশিয়ার জন্য নিযুক্ত মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ মঙ্গলবার একদিনের সফরে নয়াদিল্লি আসবেন।
আগস্ট মাসে ভারতের মোট রপ্তানি কমে ৩৫.১০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা জুলাই মাসে ছিল ৩৭.২৪ বিলিয়ন ডলার।
কেন এই আলোচনা?
ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করেছে, যা গত ২৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে। এর ফলে ভারতীয় রপ্তানির ওপর মোট মার্কিন শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে ৫০%, যা যুক্তরাষ্ট্রের যেকোনো বাণিজ্য অংশীদারের জন্য সর্বোচ্চ।
এই শুল্কের সরাসরি প্রভাব পড়েছে রপ্তানিতে। জুলাই মাসে যেখানে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি ছিল ৮.০১ বিলিয়ন ডলার, আগস্টে তা কমে ৬.৮৬ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
কর্মকর্তারা বলছেন, ২৭ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ায় এর আসল প্রভাব আগামী মাস থেকে আরও স্পষ্টভাবে বোঝা যাবে