কাশ্মীর সংকট সমাধানে ভারত-পাকিস্তানকে সহযোগিতার প্রস্তাব ট্রাম্পের

কাশ্মীর ইস্যুতে দীর্ঘদিনের বৈরিতা ও সাম্প্রতিক উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতি বজায় রেখেছে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তান। রবিবার দিনভর সীমান্তে পরিস্থিতি অপেক্ষাকৃত শান্ত থাকলেও এর আগের রাত ছিল গোলাগুলিতে উত্তপ্ত। এমন এক পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের প্রতি কাশ্মীর ইস্যুতে সমাধান খুঁজে বের করতে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।
১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন অবসানের পর স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয় এই দুইটি দেশ। এরপর থেকে তারা তিনবার যুদ্ধে জড়িয়েছে—যার মধ্যে দুটির কারণ ছিল এই কাশ্মীর অঞ্চল।
হিন্দু-সংখ্যাগরিষ্ঠ ভারত এবং মুসলিম-সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান উভয়েই কাশ্মীরের কিছু অংশ নিয়ন্ত্রণ করলেও পুরো ভূখণ্ডটিই নিজেদের দাবি করে আসছে।
নয়াদিল্লির অভিযোগ, ভারতের নিয়ন্ত্রণাধীন জম্মু ও কাশ্মীর অঞ্চলে ১৯৮৯ সালে যে সশস্ত্র বিদ্রোহ শুরু হয়, তার পেছনে রয়েছে ইসলামাবাদের প্রত্যক্ষ মদদ। সেই বিদ্রোহে এ পর্যন্ত বহু মানুষ প্রাণ হারিয়েছে।
ভারত আরও দাবি করে, পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠীগুলো দেশের অন্যান্য অঞ্চলেও হামলা চালাচ্ছে। তবে ইসলামাবাদ সরকার এসব অভিযোগ ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে।
পাকিস্তান জানিয়েছে, তারা কাশ্মীরি জনগণের প্রতি শুধুমাত্র নৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন দিয়ে থাকে।
এদিকে, সম্প্রতি চিরপ্রতিদ্বন্দ্বি ভারত ও পাকিস্তান চারদিনব্যাপী তীব্র সংঘাতে জড়িয়ে পড়ে। প্রায় তিন দশকের মধ্যে এটিই ছিল সবচেয়ে সহিংস ও রক্তক্ষয়ী সংঘর্ষ। দুপক্ষই একে অপরের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে।
শেষ পর্যন্ত, মার্কিন কূটনৈতিক তৎপরতা ও চাপের ফলে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। কিন্তু সেই যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফের গোলাবর্ষণ শুরু হয় ভারতীয় বেআইনি দখলকৃত জম্মু ও কাশ্মীরে , যা পুরো সংঘাতের কেন্দ্রস্থল হিসেবে বিবেচিত।
প্রশাসন, স্থানীয় বাসিন্দা এবং রয়টার্সের প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সীমান্তবর্তী শহরগুলোতে টানা তৃতীয় রাতের মতো ব্ল্যাকআউটের মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
শনিবার রাতে ভারত যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতা লঙ্ঘন করে পুনরায় গোলাগুলি চালায়। জবাবে পাকিস্তান জানায়, তারা যুদ্ধবিরতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আছে এবং এই লঙ্ঘনের জন্য সম্পূর্ণভাবে ভারতকে দায়ী করে। রয়টার্সের প্রত্যক্ষদর্শীদের মতে, রাতভর চলা সংঘর্ষ ও বিস্ফোরণের শব্দ ভোর নাগাদ দুই পাশেই স্তিমিত হয়ে আসে।
ব্ল্যাকআউটের পর ভারতের সীমান্তবর্তী শহরগুলোর বেশিরভাগ এলাকায় রোববার সকালে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হয়।এদিকে, সহিংসতা বন্ধে সম্মত হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের নেতাদের প্রশংসা করেন।
ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প লেখেন, "যদিও এটি আনুষ্ঠানিকভাবে আলোচনা হয়নি, তবে আমি উভয় দেশের সঙ্গে বাণিজ্য ব্যাপকভাবে বাড়ানোর পরিকল্পনা করছি। পাশাপাশি, আমি তোমাদের উভয়ের সঙ্গে কাজ করতে আগ্রহী যেন কাশ্মীর ইস্যুতে কোনো একটি সমাধানে পৌঁছানো যায়।"
যা শিখদের পবিত্র স্বর্ণ মন্দিরের জন্য পরিচিত সীমান্তবর্তী শহর অমৃতসরে সকালে একটি সাইরেন বাজানো হয়। এটি স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করার সংকেত ছিল।
এতে শহরের মানুষদের মধ্যে স্বস্তি ছড়িয়ে পড়ে । রাস্তায় বেরিয়ে আসতে দেখা যায় অনেককে।