পাকিস্তানের সামরিক অভিযান ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ নামের অর্থ কী?

ভারতের সাম্প্রতিক হামলার জবাবে পাকিস্তান শনিবার (১০ মে) সকালে পাল্টা অভিযান শুরু করেছে, যার নাম দিয়েছে 'অপারেশন বুনিয়ান-উন-মারসুস'। এ অভিযানে উত্তর ভারতের একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারসহ একাধিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
'বুনিয়ান-উন-মারসুস' নামটি নেওয়া হয়েছে কোরআনের একটি আয়াত থেকে। সেখানে বলা হয়েছে, 'আল্লাহ তাদের ভালোবাসেন, যারা তাঁর পথে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে, যেন তারা সীসা গলিয়ে গড়া একটি প্রাচীর।'
এই আয়াতেই রয়েছে আরবি শব্দগুচ্ছ 'বুনিয়ান-উন-মারসুস', যার অর্থ 'সীসার তৈরি একটি কাঠামো'।
কোরআনে এই শব্দগুচ্ছ এমন মুসলমানদের ঐক্য ও শক্তিকে বোঝাতে ব্যবহৃত হয়েছে, যারা আল্লাহর রাস্তায় লড়াই করছে।