পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের নিরাপত্তা জোরদার, দেওয়া হলো বুলেটপ্রুফ গাড়ি

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (এমএইচএ) সিদ্ধান্ত অনুযায়ী, তার নিরাপত্তা বহরে একটি বিশেষ বুলেটপ্রুফ গাড়ি যুক্ত করা হয়েছে। একই সঙ্গে, দিল্লিতে তার বাসভবনের চারপাশেও নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।
জয়শঙ্কর ইতোমধ্যেই 'জেড' শ্রেণির নিরাপত্তা পাচ্ছেন, যার তত্ত্বাবধানে রয়েছে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ) এর কমান্ডোরা। বর্তমানে ৩৩ জন কমান্ডোর একটি দল ২৪ ঘণ্টা তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে।
এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে, যখন কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর প্রতিবেশী দেশ পাকিস্তানে 'অপারেশন সিন্দুর' পরিচালনা করে ভারত এবং দুই দেশের সীমান্তে সামরিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।
ভারতে জেড ক্যাটাগরির নিরাপত্তা তৃতীয় সর্বোচ্চ স্তরের নিরাপত্তা হিসেবে বিবেচিত। এর আওতায় থাকেন মোট ২২ জন নিরাপত্তারক্ষী, যার মধ্যে ৪ থেকে ৬ জন কমান্ডো জাতীয় নিরাপত্তা গার্ড (এনএসজি)-এর সদস্য এবং বাকিরা স্থানীয় পুলিশের সদস্য। এই নিরাপত্তা ব্যবস্থায় একটি বুলেটপ্রুফ গাড়ি ও একাধিক এস্কর্ট গাড়িও যুক্ত থাকে। সাধারণত এই স্তরের নিরাপত্তা বরাদ্দ করা হয় হাইপ্রোফাইল রাজনীতিবিদ ও তারকাদের জন্য। বিশেষ করে যাদের নির্দিষ্ট ধরনের নিরাপত্তা হুমকি রয়েছে।
এর আগে, ২০২৩ সালের অক্টোবর মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের নিরাপত্তা 'ওয়াই' ক্যাটাগরি থেকে 'জেড' ক্যাটাগরিতে উন্নীত করা হয়। ভারতের গোয়েন্দা ব্যুরো (আইবি) একটি হুমকি মূল্যায়নের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয় বলে জানা যায়।
তখন জয়শঙ্করের বাসভবনে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছিল ১২ জন সশস্ত্র স্থায়ী প্রহরী। তার সঙ্গে ছিলেন ছয়জন পার্সোনাল সিকিউরিটি অফিসার (পিএসও)। এ ছাড়া তিন শিফটে কাজ করা ১২ জন সশস্ত্র এস্কর্ট কমান্ডো, তিনজন পর্যবেক্ষক (ওয়াচার) এবং তিনজন প্রশিক্ষিত চালকও নিয়োজিত ছিলেন। তারা ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করতেন।