'প্রোপাগান্ডা ছড়ানো'র অভিযোগে ১৬ ভারতীয় ইউটিউব চ্যানেল ও ৩২ ওয়েবসাইট বন্ধ করল পাকিস্তান

পাকিস্তানের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (পিটিএ) 'ভুয়া তথ্য ও অপপ্রচার ছড়ানোর' অভিযোগে ১৬টি ভারতীয় ইউটিউব নিউজ চ্যানেল, ৩১টি ভিডিও লিংক এবং ৩২টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। গত মাসে কাশ্মীরের পহেলগামে ভয়াবহ বন্দুক হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একই ধরণের পদক্ষেপ নিয়েছিল ভারতও। উসকানিমূলক ও সাম্প্রদায়িক সংবেদনশীল বিষয়বস্তু ছড়িয়ে দেয়ার অভিযোগে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল ব্লক করে ভারত সরকার।
পিটিএ এক বিবৃতিতে জানায়, 'আঞ্চলিক বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা রক্ষা এবং ডিজিটাল পরিসর সুরক্ষিত রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।'
বিবৃতিতে আরও বলা হয়, 'যেসব চ্যানেল ও ওয়েবসাইট বন্ধ করা হয়েছে, সেগুলো জনগণের মানসিকতা প্রভাবিত করতে এবং জাতীয় ঐক্য ক্ষতিগ্রস্ত করতে মিথ্যা ও ক্ষতিকর বার্তা প্রচার করছিল।'
পিটিএ বলেছে, ভুয়া তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে এটি একটি চলমান উদ্যোগ, যাতে ডিজিটাল প্ল্যাটফর্মের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা যায়।
বিবৃতির শেষাংশে বলা হয়, 'পাকিস্তানের টেলিকম ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ, সুরক্ষিত ও বিশ্বাসযোগ্য ইন্টারনেট পরিবেশ নিশ্চিত করতে পিটিএ প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় স্বার্থের জন্য হুমিকর যেকোনো কনটেন্টের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'
উল্লেখ্য, গতরাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানও ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। কাশ্মীরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর চলছে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ।
ভারত জানিয়েছে, কাশ্মীরসহ পাকিস্তানের নয়টি স্থানে তারা হামলা চালিয়েছে। গত মাসে ভারত-শাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে এই পাল্টা পদক্ষেপ নেয় তারা।
এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী জানায়, ৭ মে মধ্যরাতের পর আকাশে উড়ে যাওয়া ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা।