‘তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পরিকল্পনা নেই’: ট্রাম্প

তৃতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসি'র।
রোববার (৫ মে) এনবিসির 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি আট বছরের প্রেসিডেন্ট হব, আমি দুই মেয়াদের প্রেসিডেন্ট হব। আমি সবসময়ই এটা গুরুত্বপূর্ণ বলে মনে করেছি।'
৭৮ বছর বয়সী ট্রাম্প অতীতে একাধিকবার তৃতীয় বা এমনকি চতুর্থ মেয়াদেও প্রেসিডেন্ট হতে চাওয়ার কথা বললেও পরে দাবি করেন, 'ফেইক নিউজ মিডিয়া'কে ট্রল করতেই এমন মন্তব্য করেছিলেন।
এদিকে তার কোম্পানি দ্য ট্রাম্প অর্গানাইজেশন ইতোমধ্যে 'ট্রাম্প ২০২৮' লেখা টুপি বিক্রি শুরু করেছে, যা তাকে তৃতীয় মেয়াদে প্রার্থী করার জল্পনাকে উসকে দিয়েছে।
ফ্লোরিডায় নিজ বাসভবন থেকে শুক্রবার রেকর্ড করা ওই সাক্ষাৎকারে ট্রাম্প জানান, বহু মানুষ তাকে তৃতীয়বার প্রার্থী হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, 'অনেক মানুষ আমাকে এটা করতে বলছে।'
ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম ১০০ দিন পূর্তি উদযাপনের কয়েকদিন পরই এই মন্তব্য করলেন।
তিনি বলেন, 'আমার জানামতে, এটা অনুমোদিত নয়। এটা সাংবিধানিক কিনা, সেটা আমি জানি না।'
তবে ট্রাম্প ভবিষ্যতের রিপাবলিকান প্রার্থীদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম উল্লেখ করেন।
মার্কিন সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, 'কোনও ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে পারবে না।' এই বিধান পরিবর্তন করতে হলে সিনেট ও হাউজ অফ রিপ্রেজেন্টিটিভের দুই-তৃতীয়াংশ এবং যুক্তরাষ্ট্রের রাজ্য সরকারের তিন-চতুর্থাংশের অনুমোদন প্রয়োজন।
তবে কিছু ট্রাম্প সমর্থক দাবি করছেন, সংবিধানে একটি ফাঁকফোকর রয়েছে, যেটি এখনও আদালতে যাচাই করা হয়নি। এ প্রসঙ্গে এনবিসি জানতে চাইলে ট্রাম্প জবাব এড়িয়ে যান এবং বলেন, 'সমর্থকেরা নানা কিছু বলে থাকেন।'
শুল্ক পরিকল্পনা নিয়ে আশাবাদী ট্রাম্প
সাক্ষাৎকারে ট্রাম্প তার অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে সমালোচনার জবাবও দেন। তার শুল্কনীতির কারণে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতি ২০২২ সালের পর প্রথমবারের মতো সংকুচিত হয়েছে।
তবে তিনি বলেন, 'সবকিছু ঠিক আছে। আমি বলেছি এটা একটা রূপান্তরকালীন সময়। আমি মনে করি আমরা দারুণ কিছু করতে যাচ্ছি।'
যুক্তরাষ্ট্রের অর্থনীতি ভবিষ্যতেও সংকুচিত হতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, 'সবকিছুই সম্ভব। কিন্তু আমি মনে করি, আমরা আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী অর্থনীতি পাব।'
শুল্ক স্থায়ী হয়ে যেতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, 'যদি কেউ ভাবে শুল্ক উঠে যাবে, তাহলে তারা কেন যুক্তরাষ্ট্রে শিল্প গড়বে?'
তিনি মার্কিন জনগণের জন্য পণ্যের সংকট হওয়ার সম্ভাবনাও নাকচ করেন। তার কথায়, 'না, আমি সেটা বলছি না। আমি বলছি তাদের ৩০টা পুতুল লাগবে না, তিনটাতেই চলবে। ২৫০টি পেন্সিল দরকার নেই, পাঁচটায় হবে।'