পোপের ছবি পোস্ট করার কথা অস্বীকার করলেন ট্রাম্প!

হোয়াইট হাউজ ও ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে পোপের বেশে মার্কিন প্রেসিডেন্টের একটি ছবি প্রকাশিত হওয়ার পর ক্যাথলিক সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ছবিটিতে দেখা যায়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট পোপের মতো সাদা পোশাক ও আনুষ্ঠানিক মুকুট পরে আছেন। তবে এই বিতর্কিত ছবি নিয়ে নিজের কোনো সংশ্লিষ্টতা থাকার কথা অস্বীকার করেছেন ট্রাম্প।
সোমবার (৫ মে) ওভাল হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, "এই ছবির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কেউ একজন আমার ছবি বানিয়েছে, যেখানে আমাকে পোপের মতো সাজানো হয়েছে। সেটা ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। আমি এটা করিনি, কোথা থেকে এসেছে সেটাও জানি না — সম্ভবত এটা এআই বানিয়েছে।"
ছবিটি নিয়ে ক্ষুব্ধ ক্যাথলিকদের প্রতিক্রিয়ার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প তা হালকাভাবে উড়িয়ে দেন। তিনি বলেন, "তারা কৌতুক নিতে পারে না।" এরপর তিনি ব্যাখ্যা করে বলেন, "এটা ক্যাথলিকদের উদ্দেশ্যে বলা হচ্ছে না; বলা হচ্ছে ভুয়া সংবাদমাধ্যমকে। ক্যাথলিকরা তো এটা পছন্দ করেছে।"
এআই-নির্মিত বলে ধারণা করা এই ছবিটি ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন, এ ধরনের কনটেন্ট ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে।
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে যখন বিশ্বজুড়ে ক্যাথলিক সম্প্রদায় শোক পালন করছে, ঠিক সেই সময়ে ডোনাল্ড ট্রাম্পকে পোপের পোশাকে দেখানো একটি কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) তৈরি ছবি ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অনেক ক্যাথলিক, এমনকি একজন প্রভাবশালী মার্কিন কার্ডিনালও এ ছবি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন।
পোপ নির্বাচন উপলক্ষ্যে রোমে অবস্থানরত নিউইয়র্কের কার্ডিনাল টিমোথি এম. ডোলান এ প্রসঙ্গে বলেন, "আমি আশা করি, এর সঙ্গে প্রেসিডেন্টের কোনো সম্পর্ক নেই।" ছবিটি তাকে ব্যক্তিগতভাবে আঘাত করেছে কি না—এই প্রশ্নে তিনি সরাসরি উত্তর না দিয়ে বলেন, "এটি একটি খারাপ ছাপ ফেলেছে।"
ট্রাম্প দাবি করেছেন, তিনি ছবিটি সম্পর্কে কিছু জানতেন না। তবে সেটি হোয়াইট হাউজের এক্স অ্যাকাউন্ট এবং তার নিজস্ব ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। ওই অ্যাকাউন্টে এর আগেও একাধিক এআই-নির্ভর ছবি প্রকাশিত হয়েছে।
গত সপ্তাহে সাংবাদিকরা ট্রাম্পকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি কাকে পোপ হিসেবে দেখতে চান। উত্তরে ট্রাম্প প্রথমে রসিকতা করে বলেন, "আমি নিজেই আমার এক নম্বর পছন্দ।" পরে তিনি কার্ডিনাল ডোলানের কথা উল্লেখ করে বলেন, "তিনি খুব ভালো হবেন।" যদিও বাস্তবে কার্ডিনাল ডোলানের পোপ নির্বাচিত হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম।
ট্রাম্প নিজে ক্যাথলিক নন, তবে তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প রোমান ক্যাথলিক। জানা গেছে, পোপের সাজে স্বামীর ছবিটি মেলানিয়ার বেশ পছন্দ হয়েছে।
ট্রাম্পের এ ছবি নিয়ে প্রশ্ন উঠলেও সেটি "কিউট" বলে মনে করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী। সোমবার ওভাল হাউজে ট্রাম্প বলেন, "আসলে, আমার স্ত্রী এটিকে কিউট বলেছে। সে বলেছে, 'এটা কি সুন্দর না?'"
তবে যুক্তরাষ্ট্রের কয়েকজন ক্যাথলিক নেতা জানিয়েছেন, ওই ছবি তাঁদের ধর্মবিশ্বাসের প্রতি অসম্মানজনক হতে পারে। নিউ ইয়র্ক স্টেট ক্যাথলিক কনফারেন্সের নির্বাহী পরিচালক ডেনিস পাউস্ট নিউ ইয়র্ক টাইমসকে বলেন, "পোপ বা পোপের মর্যাদাকে কখনোই ব্যঙ্গ করা ঠিক নয়।"
দুই দফায় নির্বাচনী প্রচারে মার্কিন ক্যাথলিকদের মন জয়ের চেষ্টা করেছিলেন ট্রাম্প। ২০২৪ সালের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি বেছে নেন জেডি ভ্যান্সকে, যিনি প্রাপ্তবয়স্ক অবস্থায় ক্যাথলিক ধর্ম গ্রহণ করেন। ভ্যান্স বহুবার বলেছেন, তার রাজনৈতিক চিন্তাধারায় ধর্মীয় বিশ্বাসের বড় প্রভাব আছে।
ওই ছবির প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রশ্নের উত্তরে ভ্যান্স লেখেন, "আমি মানুষকে রসিকতা করতে দেখলে তাতে কোনো সমস্যা দেখি না।"