পোপের মতো এআই-ছবিতে ট্রাম্প, ক্ষুব্ধ ক্যাথলিকরা

প্রয়াত পোপ ফ্রান্সিসের মৃত্যুর শোকের মাঝে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের পোপ সেজে তৈরি করা একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। খবর বিবিসির।
ছবিটি হোয়াইট হাউসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়। ক্যাথলিক সম্প্রদায় যখন পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক প্রকাশ করছে এবং নতুন পোপ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তখন ট্রাম্পের এমন পোস্টকে 'ধর্মীয় বিদ্রূপ' হিসেবে দেখছেন অনেকে।
নিউ ইয়র্ক স্টেট ক্যাথলিক কনফারেন্স ছবিটিকে 'বিশ্বাসের প্রতি অবমাননাকর' বলে অভিহিত করেছে। এক বিবৃতিতে তারা লিখেছে, 'এই ছবিতে কোনো রসবোধ বা বুদ্ধিদীপ্ত কিছু নেই, মি. প্রেসিডেন্ট। আমরা মাত্রই আমাদের প্রিয় পোপ ফ্রান্সিসকে দাফন করেছি, আর কার্ডিনালরা এখন একটি পবিত্র সমাবেশে যোগ দিতে যাচ্ছেন উত্তরাধিকার নির্বাচনের জন্য। দয়া করে আমাদের বিশ্বাস নিয়ে ব্যঙ্গ করবেন না।'
ছবিটিতে ট্রাম্পকে একটি সাদা কাসক ও মাইটার (পোপদের ঐতিহ্যবাহী টুপি) পরিহিত অবস্থায় দেখা যায়। তার গলায় একটি বড় ক্রস, এক হাত উঁচু করা এবং মুখে গম্ভীর ভাব।
এই ঘটনা ঘটেছে কয়েক দিন পরই, যখন ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে মজা করে বলেছিলেন, 'আমি পোপ হতে চাই।'
এ ঘটনার পর ভ্যাটিকানের মুখপাত্র মাতেও ব্রুনি শনিবার সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে ট্রাম্পের পোস্ট নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ভ্যাটিকান বুধবার থেকে শুরু হতে যাওয়া পোপ নির্বাচন প্রক্রিয়া—কনক্লেভের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে।
তবে হোয়াইট হাউস দাবি করেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের এই পোস্টে পোপতন্ত্র নিয়ে কোনো ব্যঙ্গ ছিল না। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প ইতালিতে গিয়ে পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ও তার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছেন। তিনি সব সময় ক্যাথলিকদের ও ধর্মীয় স্বাধীনতার পক্ষে সোচ্চার থেকেছেন।'
ইতালির সাবেক প্রধানমন্ত্রী এবং বামপন্থী রাজনীতিক মাত্তেও রেনজি ট্রাম্পের ছবিটিকে কটাক্ষ করে বলেছেন, 'এই ছবি বিশ্বাসীদের অপমান করে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে অবজ্ঞা করে এবং দেখায় যে, ডানপন্থী বিশ্বের নেতা এসব নিয়ে হাস্যরস করতেই পছন্দ করেন।'
এর আগেও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ক্যাথলিক বিশ্বাস নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। এক বছর আগে টাম্পায় একটি গর্ভপাত-পক্ষ সমাবেশে বাইডেন 'সাইন অব দ্য ক্রস' দিয়েছিলেন, যা তীব্র সমালোচনা ডেকে আনে।