ইউক্রেনের সুমি অঞ্চলে ‘নিরাপত্তা বেষ্টনী’ গড়ে তুলছে রাশিয়া

রাশিয়া জানিয়েছে, ইউক্রেনের সুমি অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় 'নিরাপত্তা বেষ্টনী' গড়ে তোলার কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাদের বাহিনী। এর আগে রুশ বাহিনী পশ্চিম রাশিয়ার কুর্স্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনীকে হটিয়ে দেয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, 'কুর্স্ক অঞ্চলে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ঘাঁটি ধ্বংস করেছে উত্তর বাহিনীর ইউনিট। ইউক্রেনের সুমি অঞ্চলের সীমান্ত এলাকায় নিরাপত্তা বেষ্টনী তৈরির কাজ অব্যাহত আছে।"
তবে ইউক্রেন বলছে, এখনো কুরস্কে তাদের বাহিনীর উপস্থিতি রয়েছে। রুশ বাহিনীকে ব্যস্ত রাখতে এবং ভবিষ্যৎ শান্তি আলোচনায় চাপ তৈরির কৌশল হিসেবে গত আগস্টে তারা সেখানে একটি অভিযান চালিয়েছিল। যদিও কিয়েভ আশঙ্কা করছে, সুমি অঞ্চলে রুশ বাহিনী নতুন করে আক্রমণ চালাতে পারে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মার্চে বলেছিলেন, ইউক্রেনীয় বাহিনীর ভবিষ্যৎ আগ্রাসন ঠেকাতে সুমি অঞ্চলে একটি 'বাফার জোন' বা সুরক্ষা এলাকা গড়ে তোলা উচিত।
রুশ যুদ্ধ ব্লগার 'টু মেজর্স' জানিয়েছেন, সুমির ঝুরাভকা থেকে বিলোভোডি পর্যন্ত রাশিয়ার অভিযানের প্রসার ঘটছে। শুক্রবার ব্লগে লেখা হয়, 'আমাদের প্যারাট্রুপাররা শত্রুর তীব্র প্রতিরোধ ভেঙে সুমি অঞ্চলের লোকনিয়া এবং সীমান্তবর্তী বনাঞ্চলে অগ্রসর হয়েছে।'
রাশিয়ার বিমান হামলায় নিযুক্ত ব্রিগেডের একজন কমান্ডার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম তাসকে জানান, সুমিতে লড়াইরত ইউক্রেনীয় সেনারা 'মনোবল হারিয়ে ফেলেছে'। তিনি বলেন, 'আমরা তাদের কমান্ড সিস্টেম অচল করে দিয়েছি।'
তবে রয়টার্স এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি।
সুমির গভর্নর ওলেহ হ্রিহোরভ মঙ্গলবার বলেন, 'বাফার জোন' তৈরিতে রাশিয়া তেমন সফল নয়। তবে তিনি স্বীকার করেন, রাশিয়ার হামলার কারণে সুমি অঞ্চলের চারটি সীমান্তবর্তী গ্রাম এখন 'গ্রে জোনে' পড়ে আছে।
ইউক্রেনের ওপেন-সোর্স প্রকল্প 'ডিপ স্টেট' বলছে, প্রায় ৮২ বর্গকিলোমিটার এলাকা বর্তমানে বিতর্কিত অবস্থায় রয়েছে।
এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আলাদাভাবে জানিয়েছে, গত এক সপ্তাহে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও খারকিভ অঞ্চলে চারটি গ্রাম দখলে নিয়েছে তাদের বাহিনী।