পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার ফাঁকে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে ‘ফলপ্রসূ’ আলোচনা

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।
হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চিয়াং স্থানীয় সময় আজ শনিবার সকালে এক বিবৃতিতে বলেছেন, ট্রাম্প ও জেলেনস্কি পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার আগে দেখা করেছেন।
চিয়াং বলেন, ট্রাম্প ও জেলেনস্কি 'ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেছেন এবং তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।'
তিনি এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি। তবে বলেছেন, 'বৈঠক সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে।'
ইউক্রেন সরকারের তরফ থেকে প্রকাশিত বেশ কিছু ছবিতে দেখা যায়, ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় একটি সুসজ্জিত কক্ষে ট্রাম্প ও জেলেনস্কি খুব কাছাকাছি বসে আলোচনা করছেন।
আরেকটি ছবিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হওয়ার আগে সেন্ট পিটার্স ব্যাসিলিকার ভেতরে ট্রাম্প, জেলেনস্কি, ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখোকে পরস্পরের সঙ্গে আলিঙ্গন ও কথা বলতে দেখা যায়।

জেলেনস্কির এক মুখপাত্র বলেন, তাদের বৈঠকটি ছিল প্রায় ১৫ মিনিটের। তারা আবারও আলোচনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। সম্ভবত আগামী শনিবার তারা আবার বৈঠক করতে পারেন। এ বৈঠক আয়োজনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, বৈঠকের পর ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেছেন জেলেনস্কি। সেখানে তিনি লিখেছেন, ''বৈঠকটি খুবই `অর্থবহ' এবং যদি তারা যৌথভাবে সফল হন, তাহলে এটি ঐতিহাসিক হয়ে উঠতে পারে।''
তিনি আশা করেন তারা যেসব বিষয় নিয়ে আলোচনা করেছেন, সেগুলোর ফলাফল আসবে। আর এসব বিষয়ের মধ্যে রয়েছে— মানুষের জীবন রক্ষা, সম্পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতি এবং এমন একটি শক্তিশালী ও স্থায়ী শান্তি যা ভবিষ্যতে কোনো যুদ্ধের সূচনা হতে দেবে না।