রাশিয়া নতুন করে হামলা শুরু করেছে: ইউক্রেনের সেনাপ্রধান

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে রাশিয়া নতুন করে হামলা শুরু করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্ডর সিরস্কি।
গত বুধবার (৯ এপ্রিল) ইউক্রেনীয় সংবাদমাধ্যম এলবি-তে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। তিনি বলেন, এরই মধ্যে বড় ধরনের রুশ হামলা লক্ষ্য করা যাচ্ছে।
এর আগে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, 'রাশিয়া খারকিভ ও সুমি অঞ্চলে হামলার প্রস্তুতি নিচ্ছে।'
সিরস্কি সাক্ষাৎকারে বলেন, 'আমি বলতে পারি, প্রেসিডেন্ট একদম সঠিক বলেছিলেন এবং বাস্তবে এই হামলাটি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।'
তিনি আরও বলেন, 'গত প্রায় এক সপ্তাহ ধরে আমরা প্রধান ফ্রন্টলাইনগুলোতে রাশিয়ার দ্বিগুণ হামলা হতে দেখছি।'
গত আগস্ট থেকে ইউক্রেনীয় বাহিনী সীমান্তবর্তী সুমি অঞ্চলের ওপারে কুরস্কে অবস্থান করছিল। তবে সম্প্রতি মস্কো ইউক্রেনীয় বাহিনীকে কুরস্ক অঞ্চলের অবস্থান থেকে প্রায় সম্পূর্ণরূপে সরিয়ে দিয়েছে।
জেলেনস্কি গত সোমবার বলেন, ইউক্রেনীয় বাহিনী সীমান্তবর্তী রুশ অঞ্চল বেলগোরদেও উপস্থিত রয়েছে।
যুদ্ধের প্রথম বছরে রাশিয়া দ্রুত ভূখণ্ড দখল করলেও পরে ইউক্রেন পাল্টা আক্রমণে যায়।
তবে এখন যুদ্ধ অনেকটাই স্থবির অবস্থায় থাকলেও মস্কো একের পর এক পদাতিক বাহিনী দিয়ে সামান্য কিছু এলাকা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।