৪র্থ ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে অংশ নিতে বাংলাদেশ দল রাশিয়ায় পৌঁছেছে

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি (জ্যোতির্বিজ্ঞান) বিজ্ঞান প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশের সাত সদস্যের একটি প্রতিনিধি দল রাশিয়ার সোচিতে পৌঁছেছে।
এই প্রতিযোগিতাটি ২০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বিশ্বব্যাপী তরুণ মেধাবীরা এখানে একত্রিত হয়ে তাদের জ্যোতির্বিজ্ঞান বিষয়ক জ্ঞান, দক্ষতা, এবং আগ্রহ প্রদর্শন করবেন।
বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ন্যাশনাল কমিটির চেয়ারম্যান মশুরুল আমিন দলটির নেতৃত্ব দিচ্ছেন।
প্রতিনিধি ছাত্রদের মধ্যে রয়েছেন: সপ্তর্ষী রহমান (হার্ড ইন্টারন্যাশনাল স্কুলের এ-লেভেল ছাত্র), মো. রাদিত রাইয়ান(আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ১২ শ্রেণির ছাত্র), শোহিনী শম্ভার কংকা (আইডিয়াল কলেজের ১২ শ্রেণির ছাত্র), মো. মোখদুম আমিন ফাহিম (খুলনা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র), মো. জুবায়ের হোসেন জিসান (রাজশাহী কলেজিয়েট স্কুলের ৮ শ্রেণির ছাত্র), সায়ন্তন রায় (সাউথ হেরাল্ড ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের ও-লেভেল ছাত্র)।
বাংলাদেশ দল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা ত্যাগ করে, বর্তমানে সোচিতে অবস্থান করছে। সেখানে তারা বিশ্বের বিভিন্ন দেশের ছাত্রদের সঙ্গে প্রতিযোগিতা করবেন।
ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, এটি তরুণ অ্যাস্ট্রোনমারদের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, সহযোগিতা এবং অনুপ্রেরণার একটি প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করে।
প্রতিযোগিতাটিকে চারটি পর্বে ভাগ করা হয়েছে। তাত্ত্বিক পর্ব ও তথ্য বিশ্লেষণ পর্ব দুটি পাঁচ ঘণ্টা করে দুদিনে মোট ১০ ঘণ্টা অনুষ্ঠিত হবে। আর আকাশ পর্যবেক্ষণ ও সাধারণ জ্ঞানের পর্ব দুটি দুই ঘণ্টা করে দুদিনে মোট চার ঘণ্টা হবে।
ফলাফল ঘোষণা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে আয়োজনটি শেষ হবে ২৭ সেপ্টেম্বর।