জাপানে ‘মেগাভূমিকম্পে’ মৃত্যু হতে পারে প্রায় ৩ লাখ মানুষের: প্রতিবেদন

জাপানে 'মেগাভূমিকম্প' ও পরবর্তী সুনামির (সামুদ্রিক ঢেউ) ফলে ২ লাখ ৯৮ হাজার মানুষের মৃত্যু ও প্রায় ২ ট্রিলিয়ন ডলার সমপরিমাণ মূল্যের ক্ষয়ক্ষতি হতে পারে বলে দেশটির সরকার আজ সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে।
এর আগে জাপানের দক্ষিণে নানকাই ট্রাফে বড় ধরনের ভূমিকম্পের সম্ভাব্য পরিণতির বিষয়ে ২০১৪ সালে একটি অনুমান প্রকাশ করা হয়েছিল।
নানকাই ট্রাফ হলো ৮০০ কিলোমিটার দীর্ঘ একটি সমুদ্রতলীয় খাত, যা টোকিওর পশ্চিমে শিজুওকা থেকে কিউশু দ্বীপের দক্ষিণ প্রান্ত পর্যন্ত বিস্তৃত। এটি সেই অঞ্চল, যেখানে ফিলিপাইন সাগরের টেকটোনিক প্লেট ধীরে ধীরে জাপানের ভূখণ্ডীয় প্লেটের নিচে সরে যাচ্ছে।
এ প্রক্রিয়ায় প্লেটগুলো আটকে গিয়ে বিপুল পরিমাণ শক্তি জমা হয়, যা মুক্তি পেলে ভয়াবহ ভূমিকম্প হতে পারে।
জাপানের ক্যাবিনেট অফিসের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীদল জানিয়েছে, সুনামিতে মৃত্যু হতে পারে ২ লাখ ১৫ হাজার মানুষের। আর ৭৩ হাজার মানুষের মৃত্যু হতে পারে ভবন ধসের কারণে ও ৯ হাজার মানুষের মৃত্যুর কারণ হতে পারে অগ্নিকাণ্ড।
তবে সামগ্রিকভাবে সংখ্যাটি ২০১৪ সালের প্রকাশিত অনুমিত সংখ্যার চেয়ে কম। ওই প্রতিবেদনে ৩ লাখ ২৩ হাজার মানুষ মারা যেতে পারে বলে উল্লেখ করা হয়েছিল।
গত ১ হাজার ৪০০ বছরে নানকাই ট্রাফে প্রতি ১০০ থেকে ২০০ বছরে মেগাভূমিকম্প হয়েছে। সর্বশেষ ভূমিকম্পটি হয়েছিল ১৯৪৬ সালে।
বিজ্ঞানীরা বলছেন, ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া অত্যন্ত কঠিন। তবে চলতি বছরের জানুয়ারিতে দেশটির একটি সরকারি প্যানেল জানিয়েছিল, জাপানে আগামী ৩০ বছরের মধ্যে 'মেগাভূমিকম্প' হওয়ার সম্ভাবনা সামান্য বেড়েছে। এ ধরনের ভূমিকম্পের সম্ভাবনা বর্তমানে ৭৫ থেকে ৮২ শতাংশ। বলে উল্লেখ করা হয়েছে।