আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১,৪০০ ছাড়াল

আফগানিস্তানের কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১,৪০০ ছাড়ালো, আহত আরও হাজারো মানুষ। পাহাড়ি অঞ্চলের দুর্গম এলাকা উদ্ধার কার্যক্রমে বাধা সৃষ্টি করছে।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, এ পর্যন্ত অন্তত ১,৪১১ জন নিহত, ৩,১২৪ জন আহত এবং ৫,৪০০-এর বেশি বাড়ি ধ্বংস হয়েছে।
আফগান রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা থাকতে পারেন। জাতিসংঘের আফগানিস্তান সমন্বয়ক বলেন, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা আছে।
পাকিস্তান সীমান্তের কাছে পূর্ব আফগানিস্তানে রোববার গভীর রাতে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কুনার ও নাঙ্গারহার প্রদেশ।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান এহসানুল্লাহ এহসান জানান, সোমবার কুনারের চারটি গ্রামে উদ্ধার অভিযান চালানো হয়েছে। এখন আরও দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে পৌঁছানোর চেষ্টা চলবে।
আফগানিস্তান অত্যন্ত ভূমিকম্পপ্রবণ কারণ দেশটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে বেশ কয়েকটি ফল্ট লাইনের ওপর অবস্থিত।
২০২২ সালে পূর্ব আফগানিস্তানে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ১ হাজার মানুষ নিহত এবং ৩ হাজার আহত হন। এটি গত দুই দশকের মধ্যে দেশের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। সেই ভূমিকম্প মাঝারি মাত্রার হলেও ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হওয়ায় অনেক বেশি ধ্বংসাত্মক ছিল।
রোববারের ভূমিকম্পটির গভীরতা আরও কম, মাত্র ৮ কিলোমিটার। এ কারণে বিপুল পরিমাণ মানুষের হতাহতের আশঙ্কা করা হচ্ছে।