ছবিতে ভূমিকম্পের পর মিয়ানমার-থাইল্যান্ডের অবস্থা
মিয়ানমারে আজ শুক্রবার আঘাত হানা ৭.৭ ও ৬.৪ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পের তীব্র কম্পন থাইল্যান্ডসহ আশপাশের অঞ্চলে অনুভূত হয়েছে এবং বেশ কিছু স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
৭.৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানার কয়েক সেকেন্ডের মধ্যেই ব্যাংককের উত্তরের একটি বহুতল ভবন একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম কম্পনটি স্থানীয় সময় শুক্রবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে সাগাইং শহর থেকে ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। প্রথম ভূমিকম্পটি আঘাত হানার ১২ মিনিট পরেই দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে।
ব্যাংককে শক্তিশালী কম্পনে আতঙ্কিত বাসিন্দারা উচ্চ ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের তীব্রতায় সুইমিং পুলের পানি উপচে পড়তে দেখা গেছে।
ছবিতে ক্ষতিগ্রস্ত মিয়ানমার ও থাইল্যান্ডের চিত্র-





