শক্তিশালী ২ ভূমিকম্পে ‘ধ্বংসস্তূপ’ মিয়ানমার, থাইল্যান্ডে ভবনধসে আটকা পড়েছে বহু মানুষ

মিয়ানমারে ৭.৭ ও ৬.৪ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। ভূমিকম্পের তীব্র কম্পন থাইল্যান্ডসহ আশপাশের অঞ্চলে অনুভূত হয়েছে এবং কিছু স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
ইউএসজিএস জানিয়েছে, প্রথম কম্পনটি স্থানীয় সময় শুক্রবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে সাগাইং শহর থেকে ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। প্রথম ভূমিকম্পটি আঘাত হানার ১২ মিনিট পরেই দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মিয়ানমারের রাজধানী নেপিডোতে ভূমিকম্পের শক্তিশালী কম্পনে সড়কগুলো ফেটে গেছে এবং ভবনগুলোর ছাদের অংশ ভেঙে পড়েছে।

মিয়ানমার ফায়ার সার্ভিস বিভাগের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, 'আমরা অনুসন্ধান শুরু করেছি এবং ইয়াঙ্গুনে হতাহত ও ক্ষয়ক্ষতির খোঁজ নিতে ঘুরে দেখছি। এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি।'
সামাজিক যোগাযোগমাধ্যমে মিয়ানমারের প্রাচীন রাজধানী মান্ডালের প্রকাশিত ছবিতে ভেঙে পড়া ভবনের পাশাপাশি রাস্তায় ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। শহরটি মিয়ানমারের বৌদ্ধ ঐতিহ্যের কেন্দ্র হিসেবে পরিচিত।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, লোকজনকে মান্ডালে বিমানবন্দরে চিৎকার করতে এবং রানওয়ের মাটিতে বসে থাকতে দেখা যায়। পেছনে একটি জেট বিমান দাঁড়িয়ে ছিল।
সেই সময় তাদেরকে বলতে শোনা যায়, 'বসে পড়ো! দৌড়াবে না!'

শহরের এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, 'সবকিছু কাঁপতে শুরু করতেই আমরা দৌড়ে বাড়ির বাইরে বের হয়ে যাই। আমি নিজ চোখে একটি পাঁচতলা ভবন ধসে পড়তে দেখেছি। আমার শহরের সবাই রাস্তায় বেরিয়ে এসেছে, কেউই ভবনের ভেতরে ফেরার সাহস পাচ্ছে না।'
শহরের আরেক প্রত্যক্ষদর্শী হেত নাইং ওও রয়টার্সকে জানান, একটি চায়ের দোকান ধসে পড়ায় তার ভেতরে কয়েকজন আটকা পড়েছেন। তিনি বলেন, 'আমরা ভেতরে যেতে পারিনি। পরিস্থিতি খুবই খারাপ।'
আরেক প্রত্যক্ষদর্শী জানান, শহরের একটি মসজিদ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ব্যাংককে বহুতল ভবনধস, জরুরি অবস্থা ঘোষণা
মিয়ানমারের প্রতিবেশী দেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শক্তিশালী কম্পনে আতঙ্কিত বাসিন্দারা উচ্চ ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের তীব্রতায় সুইমিং পুলের পানি উপচে পড়তে দেখা গেছে।
চিয়াং মাই শহরের বাসিন্দা দুয়াংজাই এএফপিকে বলেন, 'আমি শব্দ শুনে ঘুম থেকে উঠি, তখনই যতটা দ্রুত সম্ভব পায়জামা পরেই দৌড়ে বাইরে বেরিয়ে যাই।'
ব্যাংককের চাতুচাক এলাকায় ৩০ তলা একটি নির্মাণাধীন ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে ৪৩ জন নির্মাণশ্রমিক আটকা পড়েছেন বলে জানা গেছে।
ব্যাংককে কিছু মেট্রো ও লাইট রেল সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
মিয়ানমারে আগের ভূমিকম্প
মিয়ানমারে ভূমিকম্প একটি স্বাভাবিক ঘটনা। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ১৯৩০ থেকে ১৯৫৬ সালের মধ্যে দেশটির সাগাইং ফল্টের কাছে ৭.০ বা তার বেশি মাত্রার ছয়টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সাগাইং ফল্ট দেশটির মাঝ বরাবর উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত।
২০১৬ সালে মিয়ানমারের প্রাচীন রাজধানী বাগানে ৬.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে তিনজন নিহত হন এবং পর্যটনস্থলটির বহু মন্দিরের চূড়া ও দেয়াল ধসে পড়ে।