দুর্যোগ বা হামলা মোকাবিলায় নাগরিকদের ৭২ ঘণ্টার রসদ মজুদ করার পরামর্শ ইউরোপীয় ইউনিয়নের

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জোটভুক্ত দেশগুলোর নাগরিকদেরকে দুর্যোগ বা হামলা মোকাবিলায় কমপক্ষে ৭২ ঘণ্টার জন্য খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় রসদ মজুদ করার পরামর্শ দিয়েছে ইউরোপীয় কমিশন।
বুধবার (২৬ মার্চ) প্রকাশিত একটি নতুন নির্দেশনায় কমিশন ইউরোপের মানসিকতা পরিবর্তনের গুরুত্ব তুলে ধরেছে, যাতে 'প্রস্তুতি' এবং 'দৃঢ়তা'র সংস্কৃতি গড়ে তোলা যায়।
১৮ পৃষ্ঠার এই নথিতে সতর্ক করে বলা হয়, ইউরোপ একটি নতুন বাস্তবতার মুখোমুখি, যেখানে ঝুঁকি এবং অনিশ্চয়তা বৃদ্ধি পাচ্ছে। এতে রাশিয়ার ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ, বাড়তি ভূরাজনৈতিক উত্তেজনা, গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সন্ত্রাসী হামলা এবং বৈদ্যুতিক যুদ্ধের মতো উপাদানগুলোকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ব্রাসেলসের উদ্যোগটি সদস্য রাষ্ট্রগুলোর জন্য একটি সতর্কবার্তা হিসেবে দেখা যাচ্ছে, যা ব্লকের নিরাপত্তার পরিস্থিতির প্রয়োজনীয়তা তুলে ধরে।
রাশিয়া থেকে অব্যাহত হুমকির কারণে ইউরোপীয় নেতারা যুদ্ধের জন্য প্রস্তুত থাকার ওপর জোর দিয়েছেন। একইভাবে ট্রাম্প প্রশাসনের ইউরোপের প্রতি আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি, বিশেষ করে ন্যাটোতে অবদান এবং ইউক্রেন যুদ্ধের ব্যাপারে, ইউরোপে নিজস্ব সামরিক প্রস্তুতি শক্তিশালী করার জন্য প্রতিযোগিতা তৈরি করেছে।
কমিশনের ইউরোপীয় প্রস্তুতি কৌশল বলছে, ইউরোপের নাগরিকদের উচিত জরুরি অবস্থায় প্রস্তুত থাকার জন্য কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। এতে বলা হয়েছে, তাদের কমপক্ষে তিনদিন ধরে চলার মতো প্রয়োজনীয় জিনিসপত্র মজুদ রাখা উচিত। নথিতে আরও বলা হয়েছে, 'সীমান্ত অস্থিরতার ক্ষেত্রে, প্রাথমিক সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।'
নথিতে বলা হয়েছে, সামগ্রিকভাবে নাগরিকদের আত্মনির্ভরশীলতা এবং মানসিক স্থিতিস্থাপকতা গড়ে তোলার জন্য উৎসাহিত করা উচিত।
এছাড়াও, স্কুল পাঠ্যক্রমে 'প্রস্তুতি' বিষয়ক পাঠ চালুর আহ্বান জানিয়েছে কমিশন, যার মধ্যে শিক্ষার্থীদের মিথ্যা তথ্য এবং তথ্যের অপব্যবহার মোকাবিলায় দক্ষ করে তোলা হবে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেন এক বিবৃতিতে বলেছেন, 'নতুন বাস্তবতায় ইউরোপে নতুন স্তরের প্রস্তুতি প্রয়োজন। আমাদের নাগরিক, আমাদের সদস্য রাষ্ট্র এবং আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর প্রয়োজন সঠিক সরঞ্জাম, যাতে তারা সংকট মোকাবিলা করতে পারে এবং বিপর্যয় ঘটলে দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে।'
ইউরোপের বিভিন্ন দেশ তাদের জরুরি পরিকল্পনা হালনাগাদ করার মাঝেই বুধবার ইউরোপীয় কমিশন থেকে এই নির্দেশনা দেওয়া হয়।
গত বছরের জুনে জার্মানি তার সামগ্রিক প্রতিরক্ষা কাঠামো নির্দেশিকা হালনাগাদ করে। সেখানে ইউরোপে সংঘাত ছড়িয়ে পড়লে কী করা উচিত, সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
তখন পরিকল্পনা প্রকাশ করে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার বলেছিলেন, রাশিয়ার আগ্রাসনের মুখে তার দেশকে আরও ভালোভাবে প্রস্তুত করতে এই পদক্ষেপ জরুরি।