ট্রাম্পের সঙ্গে বিতর্ক ‘দুঃখজনক’, ‘এখনই সবকিছু ঠিক করার সময়’: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাম্প্রতিক বিতর্ক 'দুঃখজনক' ছিল। তবে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নেতৃত্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে প্রস্তুত এবং তিনি বলেন, "এখন সবকিছু ঠিক করার সময়"।
তার এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ওয়াশিংটন রাতারাতি এক চমকপ্রদ সিদ্ধান্তে কিয়েভের সামরিক সহায়তা স্থগিত করে। এর মাত্র কয়েক দিন আগেই হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছিল, যা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ইউক্রেনের নেতার কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানাতে বাধ্য করে।
জেলেনস্কি তার সামাজিক যোগাযোগের প্লাটফর্ম এক্স-এর পোস্টে লেখেন, "শুক্রবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে আমাদের বৈঠক প্রত্যাশিতভাবে হয়নি। এটি দুঃখজনক। এখন সময় এসেছে সবকিছু ঠিক করার।"
তিনি আরও বলেন, "আমার দল এবং আমি প্রেসিডেন্ট ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে প্রস্তুত।"
তবে তার বিবৃতিতে মার্কিন সামরিক সহায়তা স্থগিতের প্রসঙ্গ সরাসরি উল্লেখ করা হয়নি। এ সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপগুলোর অংশ, যা ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তন আনার পাশাপাশি মস্কোর প্রতি আরও নমনীয় অবস্থানের ইঙ্গিত দিয়েছে।
জেলেনস্কি বলেন, "কিয়েভ ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা ও যোগাযোগ বজায় রাখতে আগ্রহী। আমেরিকা ইউক্রেনকে তার সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় সহায়তা করতে যে ভূমিকা রেখেছে, আমরা তার যথাযথ মূল্যায়ন করি।"
তিনি আরও বলেন, "আমরা কেউই অনন্তকাল ধরে চলা যুদ্ধ চাই না। স্থায়ী শান্তি আরও কাছে আনতে ইউক্রেন যত দ্রুত সম্ভব আলোচনার টেবিলে আসতে প্রস্তুত। ইউক্রেনীয়দের চেয়ে কেউ শান্তি বেশি চায় না।"