পার্লামেন্টের অধিবেশনে স্মোক গ্রেনেড নিক্ষেপ, স্ট্রোক করলেন সার্বিয়ান সাংসদ

সার্বিয়ায় পার্লামেন্টের ভেতরে অধিবেশন চলাকালে স্মোক গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছেন বিরোধীদলীয় আইনপ্রণেতারা। আজ মঙ্গলবার এ ঘটনা ঘটে। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ও শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থনে তারা এ কাজ করেছেন।
এ ঘটনায় পার্লামেন্টের ভেতরে বিশৃঙ্খলা তৈরি হয় এবং সরকারদলীয় এক আইনপ্রণেতা স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন।
শিক্ষার্থীদের নেতৃত্বে চার মাস ধরে চলা এ বিক্ষোভ দেশটির প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিচের দশকব্যাপী শাসনক্ষমতাকে হুমকিতে ফেলেছে। তাদের আন্দোলনে সমর্থন দিয়েছেন শিক্ষক, কৃষকসহ বিভিন্ন শ্রেণির মানুষ। বহু সার্বিয়ান সরকারের দুর্নীতি ও ব্যর্থতার নিন্দা জানিয়েছেন।
পার্লামেন্টের অধিবেশনে সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির (এসএনএস) নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট তাদের এজেন্ডা অনুমোদনের পর বিরোধীদলীয় কয়েকজন আইনপ্রণেতা আসন ছেড়ে স্পিকারের দিকে এগিয়ে যান। এ সময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাদের হাতাহাতিও হয়।
একপর্যায়ে কয়েকজন স্মোক গ্রেনেড এবং কাঁদানে গ্যাস ছুঁড়ে মারেন। ফলে পার্লামেন্টের ভেতরে কালো এবং গোলাপী ধোঁয়া ছড়িয়ে পড়ে।
স্পিকার আনা ব্রনাবিক জানিয়েছেন, এ ঘটনায় দুই আইনপ্রণেতা আহত হয়েছেন। তাদের একজন এসএনএস পার্টির জেসমিনা ওব্রাদোভিচ স্ট্রোক করে গুরুতর আহত হন। তার অবস্থা আশঙ্কাজনক।
তিনি এও বলেন, সার্বিয়াকে রক্ষার জন্য পার্লামেন্ট কাজ চালিয়ে যাবে।
পরে আবারও অধিবেশন শুরু হলে ক্ষমতাসীন জোটের নেতারা আলোচনা চালিয়ে যেতে চাইলেও বিরোধীদলের নেতারা বাঁশি বাজিয়ে বিশৃঙ্খলা তৈরি করতে থাকেন।
অনুবাদ: রেদওয়ানুল হক