ট্রাম্পের ‘গাজা দখল’ মন্তব্যে টাস্প-সমর্থক সংগঠনের নাম বদলালো আরব-আমেরিকান গোষ্ঠী

ট্রাম্পের 'গাজার নিয়ন্ত্রণ' নেয়ার ঘোষণার পর তাকে সমর্থন দেয়া একটি আরব আমেরিকান সমর্থক গোষ্ঠী নিজেদের সংগঠনের নাম পরিবর্তন করেছে। সংগঠনটি আগে 'আরব আমেরিকানস ফর ট্রাম্প' নামে পরিচিত ছিল, তাদের নতুন নাম এখন 'আরব আমেরিকানস ফর পিস'।
মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র গাজা পুনর্গঠনে 'মালিকানা' নেবে এবং এটিকে 'মধ্যপ্রাচ্যের রিভিয়েরা' হিসেবে গড়ে তুলবে।
এ প্রসঙ্গে সংগঠনটির চেয়ারম্যান বিশারা বাহবা বুধবার অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'গাজার বিষয়ে প্রেসিডেন্ট যা বলেছেন, তা আমরা একেবারেই সমর্থন করি না। আমরা ঐতিহাসিক ফিলিস্তিন থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের বিরুদ্ধে। তাই শান্তির পক্ষে থাকার আমাদের মূল লক্ষ্য ধরে রাখতে সংগঠনের নাম পরিবর্তন করেছি।'
সংগঠনটি ট্রাম্পের নির্বাচনী প্রচারের সঙ্গে সরাসরি যুক্ত নয়, তবে এটি আরব আমেরিকান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ট্রাম্পের মিত্রদের সংযোগ স্থাপনে ভূমিকা রেখেছে। ট্রাম্পের বিশেষ দূত রিচার্ড গ্রেনেল এবং টিফানি ট্রাম্পের শ্বশুর ও ট্রাম্পের আরব ও মধ্যপ্রাচ্যবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা মাসাদ বুলোসের সঙ্গে সংগঠনটির নিয়মিত যোগাযোগ ছিল।
২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প মিশিগানের ডিয়ারবর্ন শহরে জয়ী হন, যেখানে যুক্তরাষ্ট্রের বৃহত্তম আরব আমেরিকান সম্প্রদায় বসবাস করে। ২০০০ সালের পর এই প্রথম কোনো রিপাবলিকান প্রার্থী সেখানে জয় লাভ করলেন। নির্বাচনের আগে, গত ১ নভেম্বর, ট্রাম্প ডিয়ারবর্ন সফর করেছিলেন।
বাহবা জানান, সংগঠনের নাম পরিবর্তনের বিষয়টি তারা 'অনেক দিন ধরেই ভাবছিলেন' এবং শেষ পর্যন্ত মঙ্গলবার সিদ্ধান্ত নেন। তবে ট্রাম্পের সংবাদ সম্মেলনের ঠিক আগের এক ফোন সাক্ষাৎকারেও তিনি সংগঠনের নাম 'আরব আমেরিকানস ফর ট্রাম্প' বলেছিলেন।