Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 28, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 28, 2025
কোকা-কোলা থেকে কম নয়, ২০২৪ সালেই ৪০ বিলিয়ন ডলার ছোঁবে গাঁজা শিল্প 

আন্তর্জাতিক

এল পাইস
18 June, 2024, 07:00 pm
Last modified: 18 June, 2024, 09:50 pm

Related News

  • জর্জ ফ্লয়েড বিক্ষোভে হাঁটু গেড়ে সম্মান জানানোয় এফবিআই এজেন্টদের বরখাস্তের অভিযোগ
  • গুলিতে নিহত ট্রাম্পের ঘনিষ্ঠ প্রভাবশালী মিত্র চার্লি কার্ক
  • ইউক্রেনকে বাদ দিয়ে শান্তি চুক্তি নয়, ট্রাম্পকে ইউরোপীয় মিত্রদের সতর্কবার্তা
  • ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর ওপর ট্রাম্পের ৩০% শুল্ক আরোপের ঘোষণা
  • যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

কোকা-কোলা থেকে কম নয়, ২০২৪ সালেই ৪০ বিলিয়ন ডলার ছোঁবে গাঁজা শিল্প 

স্ট্যাটিস্তার তথ্য অনুযায়ী, মার্কিন গাঁজা শিল্প ২০২৪ সালেই ৪০ বিলিয়ন ডলার ছোঁবে, যা ২০১৬ সালে বৈধকণের শুরুর দিকে মাত্র ৭.৬ বিলিয়ন ডলার ছিল। আর ২০২৮ সাল নাগাদ তা ৬৭ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, সর্বশেষ ২০২৩ অর্থবছরে বিশ্বব্যাপী কোকা-কোলার আয় ছিল প্রায় ৪৬ বিলিয়ন ডলার। সে হিসেবে কোকা-কোলাকে ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান গাঁজা শিল্প।
এল পাইস
18 June, 2024, 07:00 pm
Last modified: 18 June, 2024, 09:50 pm
ছবি: এলিজা নুভেলেজ (রয়টার্স)

পৃথিবীর বেশিরভাগ দেশেই গাঁজা অবৈধ। হাতেগোনা কয়েকটি দেশে ক্যানাবিসকে বৈধ ঘোষণা করা হয়েছে।

চিকিৎসাজনিত ও বিনোদনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে গাঁজা-মারিজুয়ানার ব্যবহার এখন বৈধ। নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, শিকাগো এবং আটলান্টার রাস্তার পাশ দিয়ে হাঁটলেই আপনার নাকে আসবে গাঁজার ধোঁয়ার গন্ধ। 

বিনোদনের জন্য কলেরাডো রাজ্যে এক দশক আগে গাঁজাকে বৈধতা দেয়ার পর থেকে অন্যান্য রাজ্যগুলোও গাঁজার প্রতি সহনশীল হতে থাকে। একে একে ৪০টি রাজ্যে চিকিৎসার জন্য এবং ২৪টি রাজ্যে বিনোদনের জন্য গাঁজাকে বৈধ ঘোষণা করা হয়েছে। 

প্রথমবারের মতো, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিদিনের গাঁজার ব্যবহার অ্যালকোহলকে ছাড়িয়ে গেছে। 

চার দশক ধরে ন্যাশনাল সার্ভে অন ড্রাগ ইউজ অ্যান্ড হেলথের সংগৃহীত তথ্যের ভিত্তিতে অ্যাডিকশন জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, ২০২২ সালে যুক্তরাষ্ট্রে দৈনিক গাঁজাসেবন করেন এমন মানুষের সংখ্যা ছিল প্রায় এক কোটি ৭৭ লাখ। এ সময় দৈনিক মদপানকারীর সংখ্যা ছিল এক কোটি ৪৭ লাখ। এ তথ্যানুসারে আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো গাঁজাসেবীরা মদপানকারীদের টপকে গেছে।

গাঁজা বৈধকরণ অর্থনৈতিক এবং রাজনৈতিক উভয় ক্ষেত্রেই বয়ে এনেছে সুফল। গাঁজার বেচাকেনাকে ঘিরে গড়ে উঠেছে বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি, রাজস্বও আসছে প্রচুর। তবে এর নেতিবাচক দিকও কম নয়। অতীতে গাঁজা সংশ্লিষ্ট অপরাধের কারণে এখনও অনেকে বিভিন্ন রাজ্যে কারাভোগ করছেন।

গ্যালাপ অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়মিত গাঁজাসেবনকারীর সংখ্যা ২০১৩ সাল থেকে দ্বিগুণেরও বেশি বেড়েছে। সে সময় ৭ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ নিয়মিত গাঁজাসেবন করলেও এখন সে সংখ্যা ১৭ শতাংশের কাছাকাছি বা প্রায় ৪ কোটি ৪০ লাখ মানুষ। মার্কিন যুক্তরাষ্ট্র এখন বিশ্বের গাঁজার অন্যতম বৃহত্তম ভোক্তা। 

এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় পরিবর্তন, যারা কিনা বিংশ শতাব্দীতে অ্যালকোহল এবং অন্যান্য মাদকদ্রব্য নিষিদ্ধ করেছিল।

১৯৮০ এবং ১৯৯০-এর দশকে মারিজুয়ানাকে ভীতিকর, বিভ্রান্তিকর, কলঙ্কজনক এরকম নানা রকমের তকমা দেয়া হয়েছিল। 'মারিজুয়ানা' শব্দটি নিজেই একটি ভালো উদাহরণ। ১৯৪০-এর দশকে মেক্সিকান অভিবাসীদের সাথে গাঁজার যোগসূত্র স্থাপনের জন্য শব্দটি জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু ২০০০ সাল থেকে, বিশেষ করে ২০১৪ সালের পর থেকে জনমতে বিরাট পরিবর্তন এসেছে। ২০০০ সালে, মাত্র ৩০ শতাংশ মানুষ গাঁজা বৈধকরণকে সমর্থন করলেও বর্তমানে প্রায় ৭০ শতাংশ মার্কিনি এর পক্ষে।

ইয়েল সেন্টার ফর দ্য সায়েন্স অব ক্যানাবিস অ্যান্ড ক্যানাবিনয়েডসের পরিচালক ডক্টর দীপক ডি'সুজা বলেন, 'গাঁজাকে বৈধকরণ ও নিয়ন্ত্রণ করা এক জিনিস এবং বৈধকরণের পর বাণিজ্যিকীকরণ করা আরেক জিনিস। গাঁজার বাণিজ্যিকীকরণ এর ব্যবহার বাড়াবে। বিলিয়ন ডলারের গাঁজা শিল্পের মূল্য দিন দিন কেবল বাড়ছে। গাঁজা ব্যবসায়ীরা তাদের বিক্রি আরও বাড়াতে চান। কিন্তু আমাদের মনে রাখতে হবে তামাকের বাণিজ্যিকীকরণ করার পর কীভাবে সবকিছু বদলে দিয়েছে!'

ডা. ডি'সুজা গাঁজার পণ্যগুলো কত সহজে পাওয়া যায় এবং কীভাবে সেগুলো বাজারজাত করা হয় সে সম্পর্কে কথা বলেছেন। তিনি জানান, প্রায় ৫৪ শতাংশ আমেরিকানরা এমন রাজ্যে বাস করেন যেখানে বিনোদনের জন্য গাঁজা সম্পূর্ণ বৈধ এবং ৭৯ শতাংশ, অন্তত একটি ডিসপেনসারি আছে যেখানে ওষুধ হিসেবে গাঁজা বিক্রি করা হয়, এমন কাউন্টিতে বাস করেন। 

অন্যদিকে, এটাও মাথায় রাখতে হবে যে, ধূমপান করা যায় এমন গাঁজা গাছের ফুল ও পাতা ছাড়াও অনিয়ন্ত্রিত টিএইচসিযুক্ত ক্যান্ডি এবং কোমল পানীয়ের মতো অনেক পণ্য বাজারে এখন ছড়িয়ে ছিটিয়ে আছে। 

এগুলো প্রায়শই বিভিন্ন রঙিন প্যাকেজিংয়ে আসে যা দেখতে বাচ্চাদের জন্য বিক্রি হওয়া পণ্যের মতো, যেগুলোতে গাঁজার উপাদান থাকার প্রশ্নই ওঠে না। এটি অতি বাণিজ্যিকীকরণের আরেকটি বড় সমস্যা। 

কোকা-কোলাকে ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে

স্ট্যাটিস্তার তথ্য অনুযায়ী, মার্কিন গাঁজা শিল্প ২০২৪ সালেই ৪০ বিলিয়ন ডলার ছোঁবে, যা ২০১৬ সালে বৈধকণের শুরুর দিকে মাত্র ৭.৬ বিলিয়ন ডলার ছিল। ২০২৮ সাল নাগাদ তা ৬৭ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। টাকার হিসেবে এটা আসলেই একটা বড় অর্জন।

অন্যদিকে, সর্বশেষ ২০২৩ অর্থবছরে বিশ্বব্যাপী কোকা-কোলার আয় ছিল প্রায় ৪৬ বিলিয়ন ডলার। গাঁজা শিল্প থেকে সম্ভাব্য আয় (৪০ বিলিয়ন ডলার), যুক্তরাষ্ট্রের চকলেট শিল্পের দ্বিগুণ এবং বিশ্বব্যাপী কোকা-কোলার মোট আয়ের কাছাকাছি। কোকা-কোলার মোট রাজস্ব ২০০৭ সালে ২৮ দশমিক ৮৬ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ২০১২ সালে সর্বোচ্চ ৪৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছিল। প্রতিষ্ঠানটির মোট আয়ের এক তৃতীয়াংশই আসে উত্তর আমেরিকা থেকে। ২০২৩ সালে তাদের ব্র্যান্ড ভ্যালু দাঁড়ায় মোট ৯৮ বিলিয়ন ডলারে। 

বিভিন্ন রাজ্যে গাঁজার বৈধকরণের পর থেকে বিলিয়ন ডলারের এ শিল্প থেকে মার্কিন যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য হারে রাজস্ব আদায় করছে। 

২০১৪ সালে, রাজ্যগুলো ওষুধি গাঁজা থেকে প্রায় ৭০ মিলিয়ন ডলার আয় করেছে। অন্যান্য কিছু রাজ্যও গাঁজার বৈধতা দেয়ায় ২০২৩ সালের মধ্যে আয়ের পরিমাণ এক লাফে ৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। 

ভালো মুনাফা হওয়ায় গাঁজার পণ্য প্রচারে খুব একটা ইতস্তত বোধ আর কেউ করে না, বিশেষত এই শিল্পটি যেহেতু সারা দেশে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করেছে।

গাঁজা ব্যবহারের বিরুদ্ধে প্রচুর যুক্তি রয়েছে, বিশেষত স্বাস্থ্য সম্পর্কিত। ডা. ডি'সুজা বলেন, 'গাঁজার ব্যবহারের স্বল্প এবং দীর্ঘমেয়াদি উভয় প্রভাব রয়েছে। স্বল্পমেয়াদি পরিণতি দ্বারা সেই প্রভাবগুলো বুঝিয়েছি যা গাঁজা সেবনের পরেই অবিলম্বে ঘটে। এর মধ্যে আছে, উদ্বেগ হ্রাস, ভালো ঘুম এবং প্রফুল্লতা। 

তবে গাঁজা সেবনের পর তা আপনার সাইকোমোটর সমন্বয়কে ব্যাহত করে যার কারণে যেকোনো ধরনের মোটরযান চালানোর সক্ষমতা হ্রাস পায়। এক গবেষণায় দেখা গেছে, গাঁজা বৈধকরণের পর থেকে সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ শতাংশ মৃত্যুর হার বেড়েছে।

এবং মাঝারি এবং দীর্ঘমেয়াদি প্রভাব হিসেবে রয়েছে গাঁজায় আসক্তি এবং মানসিক স্বাস্থ্যের সাথে সম্পর্কিত অন্যান্য ঝুঁকি।  

গাঁজা ব্যবহারের উচ্চহার এবং গাঁজার সাইকোঅ্যাকটিভ উপাদান টিএইচসির ক্রমবর্ধমান বৃদ্ধির সাথে এই ঝুঁকিগুলো বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। ১৯৯৫ সালে গাঁজায় চার শতাংশ টিএইচসি থাকলেও ২০১৭ সালে তা ১৭ শতাংশে পৌঁছেছে এবং সম্ভবত এর পরিমাণ এখন আরও বেশি। অতিরিক্তভাবে, গাঁজার ড্যাবস এবং বৈধ ভক্ষণযুক্ত পণ্যগুলোতে ৯০ শতাংশ পর্যন্ত টিএইচসি থাকার সম্ভাবনা আছে। 

বিশেষত যারা কৈশোর বয়স থেকেই গাঁজাসেবন শুরু করেন তাদের সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। অনেকেই হতাশায়, বিষণ্ণতায় ভোগেন এমনকি আত্মহত্যার মতো পথ বেছে নেন।  

এই ঝুঁকি সত্ত্বেও, পরিমিত গাঁজার ব্যবহার কঠিন ড্রাগ, অ্যালকোহল এবং তামাকের তুলনায় শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে কম ঝুঁকিপূর্ণ। 

বৈধকরণের সবচেয়ে বড় সমস্যা হলো গাঁজা সংশ্লিষ্ট অপরাধের জন্য এখনও হাজার হাজার ব্যক্তি কারাগারে রয়েছেন। প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, 'গাঁজা ব্যবহার বা রাখার জন্য কাউকে কারাগারে পাঠানো উচিত নয়।'

নির্বাচনী বছরে যেখানে তরুণ লোকদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে বাইডেন এই বিবৃতিগুলো সমর্থন অর্জনের জন্যও ব্যবহার করতে পারেন। গুজব রয়েছে যে বাইডেন ছোটখাটো গাঁজা সংশ্লিষ্ট অপরাধের জন্য কারাবন্দি হাজার হাজার ব্যক্তিকে মুক্তি দেওয়ার আদেশে স্বাক্ষর করবেন।

যদিও মার্কিন সরকার এখনও ফেডারেল পর্যায়ে গাঁজাকে বৈধ রাজি হয়নি। তবে বিচার বিভাগ সম্প্রতি হেরোইনের মতো লেভেল-১ ড্রাগ থেকে গাঁজাকে লেভেল-৩ ড্রাগে শ্রেণিবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিবর্তনটি গাঁজার ব্যবহার এবং ঝুঁকি সম্পর্কে আরও বিশদ অধ্যয়নের সুযোগ উন্মুক্ত করবে।


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

গাঁজা / গাঁজা চাষ / গাঁজা বৈধতা / মার্কিন যুক্তরাষ্ট্র / বিলিয়ন ডলার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মারিয়া ব্রানিয়াস মোরেরা ১১৭ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। সূত্র: ড. ম্যানেল এস্টেলার
    ১১৭ বছর বেঁচে থাকা বিশ্বের প্রবীণতম নারীর জিন বিশ্লেষণে দীর্ঘায়ুর রহস্য বের করলেন বিজ্ঞানীরা
  • সুভাষ ঘাই। ছবি : সংগৃহীত
    সুভাষ ঘাই: ১৫ বছরে তৈরি করেন ৭ ব্লকবাস্টার! চার অভিনেতাকে বানিয়েছেন সুপারস্টার; ‘তারকা তৈরির কারিগর’
  • আবুধাবিতে পরিকল্পিত নেট-জিরো মসজিদের প্রবেশদ্বারের নকশা। সূত্র : অরুপ
    কাদামাটি আর সৌরশক্তিতে গড়া বিশ্বের প্রথম 'নেট-জিরো এনার্জি' মসজিদ
  • নিষেধাজ্ঞা পেছাতে ১৫ সদস্যের জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়া ও চীনের পক্ষে আনা প্রস্তাবে মাত্র চারটি দেশ সমর্থন দেয়। ছবি: রয়টার্স
    রাশিয়া, চীনের চেষ্টা ব্যর্থ, ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হচ্ছে
  • কিয়ার স্টারমারের সঙ্গে আমিরুল ইসলাম (ডানে)। ফাইল ছবি
    ৪১ জন আত্মীয়-পরিজনকে আনতে ভিসার তদবির, যুক্তরাজ্যে তদন্তের মুখে লেবারদলের মেয়র
  • ছবি: সংগৃহীত
    ভারতে থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নারী-শিশুসহ অন্তত ৩৬ জন নিহত

Related News

  • জর্জ ফ্লয়েড বিক্ষোভে হাঁটু গেড়ে সম্মান জানানোয় এফবিআই এজেন্টদের বরখাস্তের অভিযোগ
  • গুলিতে নিহত ট্রাম্পের ঘনিষ্ঠ প্রভাবশালী মিত্র চার্লি কার্ক
  • ইউক্রেনকে বাদ দিয়ে শান্তি চুক্তি নয়, ট্রাম্পকে ইউরোপীয় মিত্রদের সতর্কবার্তা
  • ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর ওপর ট্রাম্পের ৩০% শুল্ক আরোপের ঘোষণা
  • যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

Most Read

1
মারিয়া ব্রানিয়াস মোরেরা ১১৭ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। সূত্র: ড. ম্যানেল এস্টেলার
আন্তর্জাতিক

১১৭ বছর বেঁচে থাকা বিশ্বের প্রবীণতম নারীর জিন বিশ্লেষণে দীর্ঘায়ুর রহস্য বের করলেন বিজ্ঞানীরা

2
সুভাষ ঘাই। ছবি : সংগৃহীত
বিনোদন

সুভাষ ঘাই: ১৫ বছরে তৈরি করেন ৭ ব্লকবাস্টার! চার অভিনেতাকে বানিয়েছেন সুপারস্টার; ‘তারকা তৈরির কারিগর’

3
আবুধাবিতে পরিকল্পিত নেট-জিরো মসজিদের প্রবেশদ্বারের নকশা। সূত্র : অরুপ
আন্তর্জাতিক

কাদামাটি আর সৌরশক্তিতে গড়া বিশ্বের প্রথম 'নেট-জিরো এনার্জি' মসজিদ

4
নিষেধাজ্ঞা পেছাতে ১৫ সদস্যের জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়া ও চীনের পক্ষে আনা প্রস্তাবে মাত্র চারটি দেশ সমর্থন দেয়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাশিয়া, চীনের চেষ্টা ব্যর্থ, ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হচ্ছে

5
কিয়ার স্টারমারের সঙ্গে আমিরুল ইসলাম (ডানে)। ফাইল ছবি
আন্তর্জাতিক

৪১ জন আত্মীয়-পরিজনকে আনতে ভিসার তদবির, যুক্তরাজ্যে তদন্তের মুখে লেবারদলের মেয়র

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নারী-শিশুসহ অন্তত ৩৬ জন নিহত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net