লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের মাল্টিন্যাশনাল রেড সি ফোর্স গঠনের ঘোষণা

সম্প্রতি লোহিত সাগরে পণ্যবাহী বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা করছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। এর ফলে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলটিতে পণ্যবাহী জাহাজের চলাচল উল্লেখযোগ্য হারে কমে এসেছে।
এবার এর প্রতিক্রিয়ায় বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিতে টহল দিতে লোহিত সাগরে মাল্টিন্যাশনাল রেড সি ফোর্স গঠনের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এই তথ্য নিশ্চিত করেছেন।
কোয়ালিশনে যুক্তরাষ্ট্রের সাথে রয়েছে বাহরাইন, কানাডা, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সিচেলিস ও যুক্তরাজ্য।
লোহিত সাগরে চলমান এই অস্থিরতায় অনেকটা হুমকিতে পড়েছে বিশ্ব বাণিজ্য। কেননা ইয়েমেন ও উত্তর-পশ্চিম আফ্রিকার সরু এ প্রণালি দিয়ে বিশ্ব বাণিজ্যের প্রায় ৪০ শতাংশ জাহাজ পরিচালিত হয়। এমতাবস্থায় গত সপ্তাহেই অঞ্চলটিতে অন্যান্য দেশের সঙ্গে একটি টাস্ক ফোর্স গঠনের পরিকল্পনার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র।
গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে হুতিরা এই আক্রমণ চালাচ্ছে বলে জানা গেছে। এছাড়া ইসরাইলেও বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। গাজায় চলমান ইসরাইলি বাহিনীর বোমাবর্ষণ না থামা পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে তারা।
এদিকে গাজার নির্বিচারে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে করে মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছেই। মেডিকেল সূত্রের তথ্যমতে, উপত্যকাটির আল-আহলি হাসপাতালে অভিযান চালিয়েছে আইডিএফ।
গত ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,১৪০ জন নিহত হয়েছিল। এদিকে তেল আবিবের পাল্টা হামলায় এখন পর্যন্ত ১৯,৪৫৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। একইসাথে গাজায় দেখা দিয়েছে খাদ্য, পানি ও বিদ্যুতের তীব্র সংকট।