নিজ ঘাঁটিতে ফিরেছে ওয়াগনার মার্সেনারিরা

সমঝোতার পর দখল করা রুশ শহর রোস্তভ ছেড়ে নিজেদের ঘাঁটিতে ফিরে গেছে ওয়াগনার মার্সেনারিরা।
বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় সম্পাদিত চুক্তি অনুযায়ী, ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন বেলারুশে চলে যাবেন।
শুক্রবার (২৩ জুন) রাতে রোস্তভ দখল করে ওয়াগনার। শনিবার তারা রোস্তভ থেকে মস্কোর দিকে অগ্রসর হতে থাকে। এরমধ্যে লুকাশেঙ্কোর মধ্যস্থতায় নিরাপত্তার নিশ্চয়তার বিনিময়ে ফিরে যায় মার্সেনারিরা।
সাবেক পুতিন মিত্র প্রিগোজিন বলেন, মস্কোর দিকে অগ্রসর হওয়ার সিদ্ধান্তের উদ্দেশ্য ছিল ইউক্রেন যুদ্ধের জন্য দায়ী দুর্নীতিবাজ ও অযোগ্য কমান্ডারদের অপসারণ করা।