টাইটানিকডুবির তদন্তে ব্যবহৃত নকশা নিলামে বিক্রি হলো প্রায় ২ লাখ পাউন্ডে

টাইটানিক ডোবার পর তদন্তকাজে ব্যবহৃত জাহাজটির একটি ৩৩ ফুট বড় নকশা এক লাখ ৯৫ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। খবর বিবিসি'র।
টাইটানিক ডোবার কয়েক সপ্তাহ পরে দুর্ঘটনার তদন্ত করতে ব্রিটিশ তদন্তকারীদের জন্য জাহাজটির হাতে আঁকা ওই নকশাটি তৈরি করা হয়েছিল।
গত শনিবার (২২ এপ্রিল) ইংল্যান্ডের উইল্টশায়ার কাউন্টিতে অনুষ্ঠিত ওই নিলামে কয়েকটি মেডেলও বিক্রি হয়।
মেডেলগুলো দেওয়া হয়েছিল টেলিগ্রাফিস্ট হ্যারল্ড কটামকে। তিনি টাইটানিকের ৭০০ যাত্রীকে বাঁচাতে সহায়তা করেছিলেন।

সব মিলিয়ে টাইটানিকসংশ্লিষ্ট বস্তুগুলো নিলামে মোট তিন লাখ ৯৫ হাজার পাউন্ডে বিক্রি হয় বলে জানিয়েছেন নিলামকারী অ্যান্ড্রু অ্যালড্রিজ।
কটামের মেডেল, তার ছবি, পকেট ঘড়ি ও তার স্বাক্ষর করা কাগজপত্র সবমিলিয়ে ৮৫ হাজার পাউন্ডে বিক্রি হয়।
২১ বছর বয়সী কটাম ১৯১২ সালে আরএমএস কার্পাথিয়ায় কাজ করছিলেন। ১৪ এপ্রিল টাইটানিকের বিপৎসংকেত তিনি চিহ্নিত করেন।
এরপর তিনি কার্পাথিয়ার ক্যাপ্টেনকে বিষয়টি জানালে ক্যাপ্টেন উদ্ধারকাজের প্রস্তুতি শুরু করেন।