আগামী সপ্তাহে পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো যাচ্ছেন শি জিনপিং
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে আগামী সপ্তাহে মস্কো সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। খবর বিবিসির।
এর মধ্য দিয়ে ২০১৯ সালের পর প্রায় চার বছরের মধ্যে এই প্রথম রাশিয়া সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট।
ক্রেমলিন জানিয়েছে, তারা 'বিস্তৃত অংশীদারত্ব ও কৌশলগত সহযোগিতার' বিষয়ে আলোচনা করবে।
ইউক্রেনে যুদ্ধ শেষ করতে রাশিয়াকে প্রস্তাব দিয়েছে মিত্র বেইজিং। এ প্রস্তাবকে সাদরে গ্রহণ করেছে পশ্চিমারা।
পশ্চিমা দেশগুলো অবশ্য মস্কোকে অস্ত্র সরবরাহ না করতে হুঁশিয়ারি দিয়েছে বেইজিংকে।
বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুতিনের আমন্ত্রণে শি জিনপিং ২০ থেকে ২২ মার্চ পর্যন্ত রাশিয়া সফর করবেন।
আশা করা হচ্ছে এ সফরে দুই দেশ কয়েকটি 'গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি' স্বাক্ষর করবে।
শুক্রবার এক টুইটবার্তায় মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং বলেন, এ সফর হচ্ছে 'শান্তি ও বন্ধুত্বের জন্য'।
এদিকে গতকাল বৃহস্পতিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী মস্কো ও কিয়েভকে 'যত দ্রুত সম্ভব' শান্তি আলোচনা ফের শুরু করার আহ্বান জানায়। অন্যদিকে কিয়েভ বলেছে, বেইজিংয়ের এই আহ্বান ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার গুরুত্ব বাড়িয়েছে।
