Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 17, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 17, 2025
প্রায় ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা নেপালে, নিহত অন্তত ৬৮

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
15 January, 2023, 12:25 pm
Last modified: 16 January, 2023, 11:05 am

Related News

  • ‘সমন্বিত অর্থনৈতিক কৌশলের’ আহ্বান প্রধান উপদেষ্টার
  • এভারেস্টে উঠতে এখন থেকে ৭,০০০ মিটার উঁচু নেপালের কোনো পর্বতারোহণের প্রমাণ দেখাতে হবে
  • নেপালে রাজতন্ত্র ফেরানোর দাবিতে চলা বিক্ষোভে সহিংসতায় নিহত ২, গাড়িতে আগুন-দোকান লুট
  • নেপালের সাবেক রাজা জ্ঞানেন্দ্রকে স্বাগত জানিয়ে রাজতন্ত্র পুনরায় চালুর দাবি
  • ভারতীয় ভিসা সংকটে নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপে বাংলাদেশি পর্যটকের সংখ্যা বাড়ছে

প্রায় ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা নেপালে, নিহত অন্তত ৬৮

বিমানটিতে মোট ৬৮ জন যাত্রীর পাশাপাশি ৪ জন ক্রু সদস্যও ছিলেন।
টিবিএস রিপোর্ট
15 January, 2023, 12:25 pm
Last modified: 16 January, 2023, 11:05 am
ছবি / সংগৃহীত

নেপালের পোখারায় আবারও যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। 

আজ রোববার (১৫ জানুয়ারি) সকালে ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান ৭২ জন যাত্রী নিয়ে কাঠমান্ডু থেকে পোখারা যাওয়ার পথে শহরের পুরানো এবং নতুন বিমানবন্দরের মাঝে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৮ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন দেশটির এভিয়েশন কর্তৃপক্ষের একজন কর্মকর্তা।

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র জগন্নাথ নিরুলা বলেন, "এখনও উদ্ধার অভিযান চলছে। আবহাওয়া পরিষ্কারই ছিল।"

দেশটির পুলিশ কর্মকর্তা অজয় ​​কেসি জানান, দুই পাহাড়ের মাঝখানে দুর্ঘটনাটি ঘটায়, উদ্ধারকর্মীদের সেখানে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। 

বার্তাসংস্থা রয়টার্সকে স্থানীয় বাসিন্দা অরুণ তমু বলেছেন, "বিমানের অর্ধেক পাহাড়ের ধারে এবং বাকি অর্ধেক গিয়ে পড়েছে সেতি নদীর ঘাটে।" বিধ্বস্ত হওয়ার কয়েক মিনিটের মাথায় ঘটনাস্থালে গিয়েছেন তিনি।

ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলার বরাত দিয়ে কাঠমান্ডু পোস্ট এ তথ্য জানিয়েছে, বিমানের মোট ৭২ আরোহীর মধ্যে দুই শিশু, চারজন ক্রু সদস্য, পাঁচজন ভারতীয়, চারজন রাশিয়ান, একজন আইরিশ, দুইজন দক্ষিণ কোরিয়ার, একজন অস্ট্রেলিয়ান, একজন ফরাসি এবং একজন আর্জেন্টিনার নাগরিক ছিলেন।

ছবি / রয়টার্স

"দুর্ঘটনায় কেউ বেঁচে আছেন কিনা, তা এখনও আমরা জানি না," বলেন তিনি।

বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। উদ্ধারকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, "আমরা আরও লাশ উদ্ধারের আশঙ্কা করছি। বিমানটি টুকরো টুকরো হয়ে গেছে।"

A total of 68 passengers & four crew members were on board the Yeti airlines aircraft that crashed between the old airport and the Pokhara International Airport, Sudarshan #Bartaula, spokesperson of Yeti Airlines: The Kathmandu Post#nepal pic.twitter.com/ap0Q02NivV— Rahul Sisodia (@Sisodia19Rahul) January 15, 2023

বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে সেতি অঞ্চল থেকে বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করেছিল বিমানটি। এর পরপরই এটি বিধ্বস্ত হয়। উড্ডয়নের (টেক-অফ) প্রায় ২০ মিনিটের মাথায় দুর্ঘটনাটি ঘটে। ধারণা করা হচ্ছে, বিমানটি তখন অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। কাঠমান্ডু থেকে পোখারা, দুই শহরের মধ্যে ফ্লাইটের সময় দূরত্ব মাত্র ২৫ মিনিট।

নেপালের সিভিল এভিয়েশন অথরিটি (সিএএএন)-এর তথ্য অনুসারে, ইয়েতি এয়ারলাইন্সের ৯এন-এএনসি এটিআর-৭২ মডেলের বিমানটি কাঠমান্ডু থেকে স্থানীয় সময় সকাল ১০টা ৩৩ মিনিটে উড্ডয়ন করেছিল।

এভিয়েশন সেফটি নেটওয়ার্কের তথ্য অনুসারে, ২০১৮ সালের মার্চে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনার পর এটিই নেপালের সবচেয়ে বড় প্রাণঘাতী বিমান দুর্ঘটনা। ঢাকা থেকে উড়ে যাওয়া ফ্লাইটটি কাঠমান্ডুতে  অবতরণের সময় বিধ্বস্ত হয়; সেই দুর্ঘটনায় বিমানে থাকা ৭১ জনের মধ্যে ৫১ জনই নিহত হয়েছিলেন।

২০০০ সাল থেকে এ পর্যন্ত নেপালে বিমান বা হেলিকপ্টার দুর্ঘটনায় কমপক্ষে ৩০৯ জন মারা গেছেন। হিমালয়ের দেশ নেপালে বিমান দুর্ঘটনার ঝুঁকি অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি; এখানে হঠাৎই আবহাওয়া পরিবর্তন হয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে৷ নিরাপত্তা উদ্বেগজনিত কারণ দেখিয়ে তাই, ২০১৩ সাল থেকে নেপালি এয়ারলাইন্সকে নিজেদের আকাশসীমায় নিষিদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন।

 

ছবি / রয়টার্স

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ অনুসারে, বিমানটির বয়স ছিল ১৫ বছর।

এটিআর৭২ হলো, বহুল ব্যবহৃত দুই ইঞ্জিন বিশিষ্ট টার্বোপ্রপ প্লেন; এয়ারবাস এবং ইতালির লিওনার্দো কোম্পানির যৌথ উদ্যোগে নির্মিত হয় এই বিমান। ইয়েতি এয়ারলাইন্সের ওয়েবসাইট অনুসারে, প্রতিষ্ঠানটির বহরে এটিআর৭২-৫০০ মডেলের ছয়টি বিমান রয়েছে।

নেপালে এর আগেও এ ধরনের বিমান দুর্ঘটনা ঘটেছে। শুধু অভ্যন্তরীণ ফ্লাইটই নয়, বিদেশি ফ্লাইটের ক্ষেত্রেও এরকম দুর্ঘটনায় শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে বেশ কয়েকটি গুরুতর বিমান দুর্ঘটনা ঘটতে দেখা গেছে।

ছবি / রয়টার্স

এদিকে, বিমান দুর্ঘটনার পর মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল; দেশটির এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

Related Topics

টপ নিউজ

বিমান দুর্ঘটনা / নেপাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিশ্বের দীর্ঘতম ট্রেনযাত্রা, কিন্তু শেষ করতে পারেনি কেউই 
  • ট্রাম্প বললেন কেউ পালায়নি, অথচ আলকাট্রাজ থেকে পালানো তিন বন্দির রহস্য এখনও অজানা!
  • ভারতে পারমাণবিক উপাদান ‘চুরির ঘটনায়’ আইএইএ-র তদন্ত চায় পাকিস্তান
  • উড্ডয়নের সময় খুলে পড়ে গেল বিমানের চাকা, ৭১ যাত্রী নিয়ে ঢাকায় নিরাপদে অবতরণ
  • রেমিট্যান্স ফি-বিনিময় হারের অস্থিরতায় যেভাবে ২০২৪ সালে বাংলাদেশি শ্রমিকেরা ১.৩ বিলিয়ন ডলার হারিয়েছেন
  • রুশ হামলা ঠেকাতে গিয়ে আরেকটি এফ-১৬ যুদ্ধবিমান হারাল ইউক্রেন

Related News

  • ‘সমন্বিত অর্থনৈতিক কৌশলের’ আহ্বান প্রধান উপদেষ্টার
  • এভারেস্টে উঠতে এখন থেকে ৭,০০০ মিটার উঁচু নেপালের কোনো পর্বতারোহণের প্রমাণ দেখাতে হবে
  • নেপালে রাজতন্ত্র ফেরানোর দাবিতে চলা বিক্ষোভে সহিংসতায় নিহত ২, গাড়িতে আগুন-দোকান লুট
  • নেপালের সাবেক রাজা জ্ঞানেন্দ্রকে স্বাগত জানিয়ে রাজতন্ত্র পুনরায় চালুর দাবি
  • ভারতীয় ভিসা সংকটে নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপে বাংলাদেশি পর্যটকের সংখ্যা বাড়ছে

Most Read

1
আন্তর্জাতিক

বিশ্বের দীর্ঘতম ট্রেনযাত্রা, কিন্তু শেষ করতে পারেনি কেউই 

2
আন্তর্জাতিক

ট্রাম্প বললেন কেউ পালায়নি, অথচ আলকাট্রাজ থেকে পালানো তিন বন্দির রহস্য এখনও অজানা!

3
আন্তর্জাতিক

ভারতে পারমাণবিক উপাদান ‘চুরির ঘটনায়’ আইএইএ-র তদন্ত চায় পাকিস্তান

4
বাংলাদেশ

উড্ডয়নের সময় খুলে পড়ে গেল বিমানের চাকা, ৭১ যাত্রী নিয়ে ঢাকায় নিরাপদে অবতরণ

5
অর্থনীতি

রেমিট্যান্স ফি-বিনিময় হারের অস্থিরতায় যেভাবে ২০২৪ সালে বাংলাদেশি শ্রমিকেরা ১.৩ বিলিয়ন ডলার হারিয়েছেন

6
আন্তর্জাতিক

রুশ হামলা ঠেকাতে গিয়ে আরেকটি এফ-১৬ যুদ্ধবিমান হারাল ইউক্রেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net