ত্রাণ ও পুনরুদ্ধারের জন্য পাকিস্তানের ‘ব্যাপক’ আর্থিক সহায়তা প্রয়োজন: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার বলেছেন, বিপর্যয়কর বন্যার পরিপ্রেক্ষিতে ত্রাণ, পুনরুদ্ধার ও পুনর্বাসনের জন্য পাকিস্তানের 'ব্যাপক' আর্থিক সহায়তা প্রয়োজন।
নজিরবিহীন এ বন্যায় ৩৩ মিলিয়নের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৩০ বিলিয়ন ডলার।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে ন্যাশনাল ফ্লাড রেসপন্স কোঅর্ডিনেশন সেন্টারে (এনএফআরসিসি) এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে গুতেরেস এ আহ্বান জানান।
বন্যাদুর্গত দেশটির জন্য বিশ্বের কাছে সহায়তা চাইতে জাতিসংঘের মহাসচিব এখন দুদিনের সফরে পাকিস্তানে আছেন।
গুতেরেস তার বক্তব্যে বলেন, 'পাকিস্তানে জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে ঘটেছে, স্মরণাতীতকালের মধ্যে তা নজিরবিহীন।'
জাতিসংঘের মহাসচিব বলেন, জলবায়ু পরিবর্তনে পাকিস্তানের তেমন কোনো অবদান থাকলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি।
রেকর্ড বৃষ্টি ও উত্তরের পর্বতের হিমবাহ গলে যাওয়ার ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় পাকিস্তানের অসংখ্য বাড়িঘর, সড়ক, রেলপথ, সেতু, গবাদিপশু ও ফসল ভাসিয়ে গেছে। এ বন্যায় প্রাণ মারা গেছে ১ হাজার ৪০০-র বেশি মানুষ।
পাকিস্তানের বিশাল অংশ এখনও পানির নিচে। বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে লাখো মানুষ।
- সূত্র: ডন