যে কারণে ওসমানীর নাম স্বাধীনতা পদক তালিকা থেকে বাদ গেল

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক মুহাম্মদ আতাউল গণি ওসমানীকে মরণোত্তর স্বাধীনতা পদক না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ (১১ মার্চ) এক বিবৃতিতে বলেন, 'বাংলাদেশ মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী ১৯৮৫ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন।'
তিনি আরও বলেন, 'অন্তর্বর্তী সরকার প্রাথমিকভাবে এ বছর তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়ার বিষয়ে আলোচনা করে। কিন্তু যেহেতু কোনো বাংলাদেশি একাধিকবার দেশের সর্বোচ্চ পুরস্কার পাওয়ার নজির নেই, তাই এ ধারণা বাদ দেওয়া হয়।'
উল্লেখ্য, জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাতজন বিশিষ্ট ব্যক্তিকে ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে সরকার। এদের মধ্যে ৬ জনকে মরণোত্তর পুরস্কার দেওয়া হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার (১১ মার্চ) রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করে।