ডিডিএলজের ৩০ বছর: লন্ডনে শাহরুখ-কাজলের নতুন মূর্তি; বিবাহিতদের পরামর্শও দিলেন ‘রোমান্সের রাজা’
মেগাস্টার শাহরুখ খানকে প্রায়ই বলিউডের 'রোমান্সের রাজা' বলা হয়।
'তাই সম্প্রতি আমি নিজে বিয়ে করার কারণে, সেন্ট্রাল লন্ডনে শাহরুখের সঙ্গে দেখা হতেই আমি জিজ্ঞেস না করে পারলাম না— নবদম্পতিদের জন্য তার পরামর্শ কী?'
বিবিসি নিউজের সাক্ষাৎকারে করা প্রশ্নে শাহরুখ উত্তর দেওয়ার আগেই সহ-অভিনেত্রী কাজল হেসে দ্রুত বলে উঠলেন, "তার সব সিনেমাই তো বিয়ের আগের গল্প নিয়ে, বিয়ের পরের গল্প নিয়ে নয়।"
কাজলের কথা মেনে নিয়ে শাহরুখ বলেন, "বিয়ে করার আগ পর্যন্ত তুমি আমার কাছ থেকে পরামর্শ পাওয়ার যোগ্য ছিলে। বিয়ের পর তোমাকে নিজের পথ নিজেকেই দেখতে হবে।"
তবে লেস্টার স্কোয়ারে সুপারস্টার শাহরুখ ও কাজল নিজেদের নতুন মূর্তির উন্মোচন অনুষ্ঠানে যুক্তরাজ্যে এসে ঠিকই নবদম্পতিদের জন্য কিছু মূল্যবান পরামর্শ দিয়েছেন শাহরুখ।
তিনি বলেন, "বিয়ে করার আগ পর্যন্ত মনে হয় আমি ঠিক কাজটাই করেছি। আপনাদের মধ্যে রোম্যান্স থাকতে হবে, গান গাইতে হবে।"
কাজল বলেন, "আর আপনাদের অবশ্যই ডিডিএলজে দেখতে হবে।"
'ডিডিএলজে' বা 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি দিন ধরে চলা চলচ্চিত্র, এবং এখানে এই দুই তারকা প্রধান চরিত্রে অভিনয় করেছেন।
বৃষ্টির মতো আবহাওয়ার মধ্যেই গতকাল বৃহস্পতিবার উন্মোচিত নতুন এই মূর্তিটি সিনেমাটি মুক্তির ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে স্থাপন করা হয়েছে।
ভারতের ঘরে ঘরে পরিচিত নাম শাহরুখ খান দেশ-বিদেশে লাখ লাখ ভক্তের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন তারকা।
আকর্ষণীয় এবং রসিক এই অভিনেতাকে প্রায়ই বলিউডের "সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক দূত" বলা হয়। তার কোটি ভক্ত তাকে আদর করে কিং খান বা বলিউডের রাজা বলে সম্বোধন করেন।
মূর্তি উন্মোচনের সময় শাহরুখ এবং কাজলকে একবার দেখার জন্য ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন, এবং তারা পৌঁছানো মাত্রই অনেকে চিৎকার দিয়ে ছবি তুলতে শুরু করেন।
পরে বিবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে খান এই মূর্তিটিকে "জীবন্ত আকারের পুতুল"-এর সঙ্গে তুলনা করেন।
তিনি কাজলকে বলেন, "আমার মনে হয় আমাকে খুবই হ্যান্ডসাম দেখাচ্ছি। তোমাকেও খুব সুন্দর লাগছে।"
কাজল হেসে জবাব দেন, "পরে মনে পড়েছে, তবুও ধন্যবাদ।"
'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'কে প্রায়শই বলিউডের রোমিও-জুলিয়েট বলা হয়। চলচ্চিত্রটির রাজ ও সিমরানের প্রেম কাহিনী কিং'স ক্রস স্টেশনে একটি ট্রেন থেকে শুরু হয়। তারপর ইউরোপ ও ভারত জুড়ে চলতে থাকে তাদের প্রেমকাহিনি।
চলচ্চিত্রের কিছু দৃশ্য লন্ডনে, এবং লেস্টার স্কয়ারেও ধারণ করা হয়।
নতুন এই মূর্তিটি লেস্টার স্কোয়ারের 'সিনস ইন দ্য স্কয়ার ট্রেইল'-এর অংশ হিসেবে হ্যারি পটার, প্যাডিংটন এবং ব্রিজেট জোনসের মূর্তির সঙ্গে যুক্ত হলো।
শাহরুখ বলেন, লন্ডনে বলিউড চলচ্চিত্রের ব্যাপক জনপ্রিয়তা থাকায় এখানে মূর্তিটি উন্মোচন করা 'খুবই মানানসই' হয়েছে।
তার মতে, "আধুনিক যুগে বিশ্বজুড়ে ভারতীয় সিনেমার প্রসার লাভের ক্ষেত্রে ইংল্যান্ডের দর্শকদের অনেক বড় ভূমিকা রয়েছে।"
৬০ বছর বয়সী এই অভিনেতা বলেন, তিনি তার তিন সন্তানকে মূর্তিটি দেখানোর জন্য "অত্যন্ত আগ্রহী"।
বিখ্যাত অভিনেত্রী কাজল আরও বলেন, এইভাবে স্মরণীয় হয়ে থাকাটা তার কাছে "অসাধারণ" এবং "একটু অবিশ্বাস্য" মনে হচ্ছে।
ভারতের প্রধান চলচ্চিত্র শিল্প বলিউড প্রতি বছর শত শত চলচ্চিত্র নির্মাণ করে এবং বিশ্বজুড়ে ভারতীয়দের মধ্যে বিশাল জনপ্রিয়তা অর্জন করেছে।
তবে বিশ্বের অন্যান্য শিল্পের মতো, মহামারির কবলে পড়ে সিনেমা হলগুলো মাসখানেক বন্ধ থাকায় বহু মানুষ স্ট্রিমিং সার্ভিসের দিকে ঝুঁকে পড়েছে। এ কারণে এই শিল্পেও উত্থান-পতন দেখা দিয়েছে। এটি এখনও তার পুরোনো জৌলুসে ফিরতে পারেনি।
এই মন্দা সম্পর্কে জিজ্ঞেস করা হলে কাজল বলেন, এর কারণ হলো বর্তমানে দর্শকদের মধ্যে প্রতিযোগিতা অনেক বেশি।
তিনি বিবিসি নিউজকে বলেন, "মানুষের কাছে হঠাৎ করেই সিনেমা হলে যাওয়া বা না যাওয়ার বিকল্প তৈরি হয়েছে। এবং যখন এত বেশি বিকল্প থাকে, তখন নিজ থেকেই বিষয়টি নির্বাচন করাটা কঠিন হয়ে যায়।"
তবে শাহরুখ বলেন, "আমি মনে করি দলবদ্ধভাবে সিনেমা দেখা সবসময়ই থাকবে। আমরা একসঙ্গে দেখতে ও উপভোগ করতে ভালোবাসি।"
শাহরুখ হিন্দি চলচ্চিত্র শিল্পে তিন দশকেরও বেশি সময় ধরে দাপিয়ে বেড়াচ্ছেন, এবং নিজেকে একজন অভিনেতা থেকে একটি বড় প্রযোজনা সংস্থা চালানো এবং একটি ক্রিকেট দলের মালিক হওয়ার মাধ্যমে নতুন উচ্চতায় নিয়ে গেছেন।
একটি নতুন তালিকা অনুসারে, এই বলিউড সুপারস্টার সম্প্রতি প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে যোগ দিয়েছেন এবং বিশ্বের অন্যতম ধনী অভিনেতাদের মধ্যে জায়গা করে নিয়েছেন।
এটি তাকে আর্নল্ড শোয়ার্জনেগার, পপ তারকা রিহানা, গলফার টাইগার উডস এবং গায়িকা টেইলর সুইফটের মতো বিশ্বখ্যাত তারকাদের কাতারে নিয়ে এসেছে।
চার বছর বিরতির পর তিনি ২০২৩ সালে চলচ্চিত্রে ফেরেন এবং সম্প্রতি তার নতুন অ্যাকশনধর্মী চলচ্চিত্র 'কিং'-এরও আভাস দিয়েছেন।
কিন্তু এরপর আরও অ্যাকশন ছবি আছে কি না—কিংবা পরবর্তী জেমস বন্ড হিসেবে তিনি অভিনয় করবেন কি না—এমন প্রশ্ন করা হলে শাহরুখ বলেন, 'না। আমার সেই ধরনের উচ্চারণ (অ্যাকসেন্ট) নেই। আর আমি ঝাঁকানো মার্টিনি পছন্দ করি না।"
লেস্টার স্কোয়ারের 'সিনস ইন দ্য স্কোয়ার' ট্রেইল পরিচালনা করে হার্ট অফ লন্ডন বিজনেস অ্যালায়েন্স। এটি ওয়েস্টমিনস্টার সিটি কাউন্সিলের সহায়তায় অনুষ্ঠিত হয়।
গত মাসেই এই প্রদর্শনীতে ব্রিজেট জোনসের মূর্তি স্থাপন করা হয়।
দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের প্রযোজক সংস্থা যশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানি বলেন, যুক্তরাজ্যে এভাবে চলচ্চিত্রটিকে সম্মানিত হতে দেখা আমাদের জন্য "অত্যন্ত গর্বের একটি মুহূর্ত"।
তিনি আরও বলেন, "মেরি পপিন্স, জিন কেলি ও হ্যারি পটারের মতো হলিউড কিংবদন্তিদের পাশে এই স্বীকৃতি পাওয়া প্রমাণ করে যে বিশ্বজুড়ে ডিডিএলজে-এর সাংস্কৃতিক প্রভাব কতটা।"
হার্ট অফ লন্ডন বিজনেস অ্যালায়েন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা রস মর্গান বলেন, "আমাদের 'সিনস ইন দ্য স্কয়ার ট্রেইল'-এ বিশ্বখ্যাত তারকা শাহরুখ খান ও কাজলকে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত।"
তিনি আরও বলেন, "দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে এমন একটি সিনেমাটিক সৃষ্টি, যা একাধিক প্রজন্মকে প্রভাবিত করেছে। ভারতীয় চলচ্চিত্রের প্রতি লন্ডনের এই প্রথম শ্রদ্ধা সেই গল্পটিকে সম্মানিত করছে, যার জাদু এখনও বিশ্বজুড়ে দর্শকদের মুগ্ধ করে চলেছে।"
