‘আমি কখনও অবসর শব্দটি উচ্চারণ করিনি’ – সাত বছর পর পর্দায় ফিরলেন ড্যানিয়েল ডে-লুইস
সাত বছরের দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ের দুনিয়ায় ফিরেছেন কিংবদন্তি অভিনেতা ড্যানিয়েল ডে-লুইস। তবে তিনি জানিয়েছেন, অভিনয়ে ফেরার পর নতুন সিনেমার চিত্রনাট্যের বন্যায় তিনি ভেসে যাচ্ছেন না।
৬৮ বছর বয়সী এই অভিনেতাকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ২০১৭ সালের 'ফ্যান্টম থ্রেড' ছবিতে। এরপর তার এজেন্ট এক বিবৃতিতে জানিয়েছিলেন যে, তিনি "আর অভিনেতা হিসেবে কাজ করবেন না।" এই ঘোষণার পর ভক্তদের মন ভেঙে গিয়েছিল।
কিন্তু ছেলের সঙ্গে কাজ করার লোভনীয় প্রস্তাবই তাকে আবারও ক্যামেরার সামনে ফিরিয়ে এনেছে। তার ছেলে রোনানই নতুন চলচ্চিত্র 'অ্যানিমোন'-এর পরিচালক এবং সহ-লেখক।
অভিনয়ে ফেরার পর নতুন চিত্রনাট্যের স্তূপ জমেছে কি না, এমন প্রশ্নের জবাবে ডে-লুইস বিবিসি নিউজকে বলেন, "না, তেমন কোনো বন্যা বয়ে যায়নি। তবে আমি অবশ্যই নতুন কাজ করার জন্য পুরোপুরি প্রস্তুত।"
তিনি আরও বলেন, "আর একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমি কখনও 'অবসর' শব্দটি ব্যবহার করিনি। মানুষ আনন্দের সাথেই আমার হয়ে শব্দটি ব্যবহার করেছে।"
"আমার মনে হয়েছিল, কিছুদিন অন্য কিছু নিয়ে কাজ করা দরকার, আর আমি ঠিক সেটাই করেছি। অভিনয়ে ফিরতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত এবং ভবিষ্যতে আবারও কাজ করতে আমি আগ্রহী।"
২০১৭ সালে অভিনয় থেকে সরে দাঁড়ানোর আগে, ড্যানিয়েল ডে-লুইস ছিলেন সিনেমার সবচেয়ে কাঙ্ক্ষিত অভিনেতাদের একজন। তিনি তিনটি অস্কার জিতেছেন এবং 'গ্যাংস অফ নিউ ইয়র্ক', 'দেয়ার উইল বি ব্লাড' এবং 'লিঙ্কন'-এর মতো বিখ্যাত চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন।
অভিনেতা এবং তার ২৭ বছর বয়সী ছেলে রোনান যৌথভাবে 'অ্যানিমোন'-এর চিত্রনাট্য লিখেছেন। ছবিটি মঙ্গলবার লন্ডন চলচ্চিত্র উৎসবে প্রথম প্রদর্শিত হয়েছে।
ছবিটিতে ডে-লুইস 'রে' চরিত্রে অভিনয় করেছেন। 'রে' একজন প্রাক্তন সৈনিক, যিনি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে জঙ্গলে একা বসবাস করেন। একটি পারিবারিক সংকটের সময় তার ভাই তাকে খুঁজতে আসে।
অভিনেতা বলেন, "আসলে পুরো ব্যাপারটাই ঘটেছে রোনানের সাথে কাজ করার ইচ্ছা থেকে। আমরা শুধু একসাথে কিছু একটা করতে চেয়েছিলাম।"
'ভ্রাতৃত্বের টান'
ছবিটিতে তিনবার অস্কার বিজয়ী এই অভিনেতার চরিত্র 'রে'-কে দেখা যায়, যিনি সেনাবাহিনীতে তার কঠিন অতীত থেকে মুক্তি পেতে সমাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন।
কয়েক বছর পর, তার ভাই তাকে খুঁজে পায় এবং তার প্রাক্তন স্ত্রী ও ছেলের সাথে পুনর্মিলনের জন্য বাড়িতে ফিরে আসতে বলে। তার ছেলে অন্য এক যুবককে মেরে বিপদে পড়েছে।
'রে'-এর ভাই 'জেম' চরিত্রে অভিনয় করেছেন 'গেম অফ থ্রোনস' এবং 'লর্ড অফ দ্য রিংস' খ্যাত তারকা শন বিন।
ব্রিটিশ এই অভিনেতা বলেন, ডে-লুইসের মতো মাপের একজন অভিনেতার বিপরীতে অভিনয় করাটা ছিল এক দারুণ অভিজ্ঞতা। তিনি বলেন, "তিনি খুব আন্তরিক এবং উদার। আমরা সবাই তার অভিনয়ের প্রতি একাগ্রতার কথা জানি, যা সত্যিই প্রশংসার যোগ্য।"
'নতুন ভাবনা ও আবেগ'
তার দীর্ঘ কর্মজীবনে, ডে-লুইস বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। এই চরিত্রটিতে কি এমন কোনো নতুন ভাবনা বা আবেগ ছিল যা তিনি আগে কখনও করেননি?
"এটা সত্যিই একটি আকর্ষণীয় প্রশ্ন," তিনি কয়েক মুহূর্ত চিন্তা করে বলেন। "আমি বলব হ্যাঁ, অবশ্যই। আমার মনে হয়, অজান্তেই এই সিনেমাটি বাবা ও ছেলের মধ্যে প্রজন্মের পর প্রজন্মের সম্পর্ক নিয়ে একটি গভীর অনুসন্ধানে পরিণত হয়েছিল।"
"আর এই বিষয়টি, আমার নিজের ব্যক্তিগত কারণে, শৈশব থেকেই আমাকে ভাবিয়েছে। তাই আমি মনে করি, এটি অবশ্যই আমার জন্য নতুন এবং আকর্ষণীয় কিছু ছিল।"
