থ্রিলার লিখছেন অস্কারজয়ী তারকা রিজ উইদারস্পুন, সঙ্গে আছেন বেস্টসেলার লেখক হারলান কোবেন

আগামী বছর অস্কারজয়ী হলিউড তারকা রিজ উইদারস্পুন আসছেন নতুন প্রজেক্ট নিয়ে। তবে প্রজেক্টটি সিনেমা-সংক্রান্ত নয়।
জনপ্রিয় এই অভিনেত্রী মিডিয়া মোগল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েছেন, তিনি পুরস্কারজয়ী লেখক হারলান কোবেনের সঙ্গে যৌথভাবে একটি উপন্যাস লেখার পরিকল্পনা করছেন।
ইনস্টাগ্রামে হারলান কোবেনের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে রিজ উইদারস্পুন লিখেছেন: ভীষণ উচ্ছ্বাসের সঙ্গে জানাচ্ছি যে নাম্বার ওয়ান বেস্টসেলিং লেখক হারলান কোবেনের সঙ্গে যৌথভাবে আমার প্রথম থ্রিলার লিখছি।
'লিগ্যালি ব্লন্ড' তারকা আরও লিখেছেন: 'আমি হরলানের কাজের বিরাট ভক্ত। তিনি আমার সঙ্গে যৌথভাবে উপন্যাস লিখতে রাজি হয়েছেন, এটা আমার বিশ্বাসই হচ্ছে না।'
২০২৫ সালের শরতে বইটি প্রকাশ হওয়ার কথা রয়েছে। উপন্যাসটির একটি 'মকআপ'ও শেয়ার করেছেন রিজ উইদাস্পুন।
অভিনেত্রীর পোস্টে হারলান কোবেন মন্তব্য করেছেন: 'চলো শুরু করা যাক, পার্টনার!!'

কোবেন কয়েক ডজন বেস্টসেলিং উপন্যাসের লেখক। তার জনপ্রিয় বইগুলোর মধ্যে রয়েছে 'টেল নো ওয়ান', 'ফুল মি ওয়ান্স', 'নো সেকন্ড চান্স', 'কট', 'ডোন্ট লেট গো', 'উইন', 'দ্য উডস' ইত্যাদি। এর মধ্যে চলতি বছর 'ফুল মি ওয়ান্স' নেটফ্লিক্সে সিরিজ হিসেবে অ্যাডাপ্ট করা হয়েছে, যা বেশ জনপ্রিয়তা পায়।
বইয়ের জগতে রিজ উইদারস্পুনও নতুন নন। তিনি জনপ্রিয় একটি বুক ক্লাবের হোস্ট। এর আগে 'হুইস্কি ইন আ টিকাপ' ও 'বিজি বেটি' নামে শিশুদের জন্য বইও লিখেছেন।
এছাড়া এ বছর প্রকাশিত অভিনেত্রী লরা ডার্ন ও তার মা ডায়েন ল্যাডের যৌথ স্মৃতিকথা 'বিগ লিটল লাইজ'-এর ভূমিকাও লিখেছেন রিজ উইদারস্পুন।
রিজ উইদারস্পুন তার নতুন বই প্রিঅর্ডার করার জন্য চলতি সপ্তাহে ইনস্টাগ্রামে একটি লিঙ্কও পোস্ট করেছেন। হার্ডকাভারে বইটির দাম পড়বে ৩০ ডলার, আর ইবুকে দাম পড়বে ১৪.৯৯ ডলার।

এখনও নাম ঠিক না হওয়া এ উপন্যাসের দৈর্ঘ্য হবে ৩৫২ পৃষ্ঠা, প্রকাশিত হবে ২০২৫ সালের ১৪ অক্টোবর।
উইদারস্পুন ও কোবেন এর আগেও উপন্যাসকে পর্দায় নিয়ে আসার জন্য একসঙ্গে কাজ করেছেন। উইদারস্পুন তার কোম্পানি হ্যালো সানশানের প্রযোজনায় নির্মিত টিভি সিরিজ 'বিগ লিটল লাইজ', 'দ্য মর্নিং শো' ও 'লিটল ফায়ারজ এভরিহোয়্যার'-এ অভিন করেছেন। অন্যদিকে কোবেনের ১২টি উপন্যাস এখন পর্যন্ত পর্দায় এসেছে। এ যুগলের আসন্ন এ উপন্যাসটিকে পর্দায় নিয়ে আসার কাজও শুরু হয়ে গেছে।