ল্যাবএইড এআইয়ের উদ্বোধন করলেন সাকিফ শামীম

দেশের স্বাস্থ্যসেবা খাতে বড় ধরনের পরিবর্তন আনার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ল্যাবএইড গ্রুপের নতুন কনসার্ন 'ল্যাবএইড এআই'। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর সহায়তায় দ্রুত ও কার্যকর চিকিৎসা সেবা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এই প্রযুক্তি–নির্ভর পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যসেবা একটি নতুন যুগে প্রবেশ করল। মানবিক সহানুভূতি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে 'ল্যাবএইড এআই' চিকিৎসা ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করবে।
এই যাত্রায় বাজারে আসছে দুটি যুগান্তকারী সমাধান- চিকিৎসকদের জন্য LABAID-GPT এবং সর্বক্ষেত্রিক এআই সহকারী LUNA।
চিকিৎসকদের জন্য তৈরি LABAID-GPT আন্তর্জাতিক গাইডলাইন ও ক্লিনিক্যাল ডেটা বিশ্লেষণ করে প্রমাণভিত্তিক ফলাফল প্রদানে সক্ষম। এটি চিকিৎসকদের দ্রুত ও নির্ভুল সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে এবং রোগ নির্ণয়ের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে। ফলে রোগীরা সময়মতো উন্নত সেবা পাবেন।
অন্যদিকে, LUNA একটি বহুমুখী এআই চ্যাটবট ও ব্যক্তিগত সহকারী, যা চিকিৎসা ছাড়াও ব্যাংকিং, কর্পোরেট ও আইনসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যাবে। এটি একইসঙ্গে আটটি ভিন্ন চরিত্রে কাজ করতে সক্ষম। যেমন নার্স, ডাক্তার সহকারী, ব্যাংকার বা আইনজীবী হিসেবে ব্যবহারকারীদের বিভিন্ন কাজে সহায়তা করবে।
এই উদ্যোগের নেতৃত্বে রয়েছেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও তরুণ উদ্যোক্তা সাকিফ শামীম। তাঁর দূরদর্শী নেতৃত্বে ল্যাবএইড গ্রুপ ইতিমধ্যেই দেশের স্বাস্থ্যসেবায় প্রযুক্তি–নির্ভর রূপান্তরের অগ্রদূত হিসেবে পরিচিতি পেয়েছে।
সাকিফ শামীম বলেন, "আমাদের লক্ষ্য সহজ- উন্নত প্রযুক্তি ব্যবহার করে মানুষের জন্য গুণগত ও সহজলভ্য চিকিৎসা সেবা নিশ্চিত করা। LUNA ও LABAID-GPT ডাক্তারদের আরও শক্তিশালী করবে এবং রোগীদের দ্রুত, নির্ভুল সেবা দেবে। এটি কেবল শুরু- বাংলাদেশের স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ গড়াই আমাদের উদ্দেশ্য।"
ল্যাবএইড এআই ইতোমধ্যেই আটটি পেটেন্টসহ দক্ষিণ এশীয় অঞ্চলে এক বিরল মাইলফলক অর্জন করেছে, যা বাংলাদেশের চিকিৎসা প্রযুক্তিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।