বিশ্ব হার্ট দিবসে ল্যাবএইডের বিশেষ সেবা পক্ষ, চলবে ১৫ অক্টোবর পর্যন্ত

রাজধানীর ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সোমবার আয়োজিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিশেষ সেবা পক্ষ। এ বছরের প্রতিপাদ্য ছিল 'আপনার হৃৎস্পন্দন সচল রাখুন'।
দিনব্যাপী এ ক্যাম্পে হাসপাতালে আগত দর্শনার্থী ও রোগীর স্বজনেরা বিনা খরচে হৃদ্রোগ–সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করেন।
এ উপলক্ষে সকালে একটি সেমিনারের আয়োজন করা হয়। এতে হৃদ্রোগ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. আসিফুদ্দোজা। সেমিনারের চেয়ারম্যান ছিলেন অধ্যাপক ডা. আবদুজ জাহের এবং কো–চেয়ারম্যান ছিলেন অধ্যাপক ডা. এ পি এম সোহরাবুজ্জামান ও অধ্যাপক ডা. লুতফর রহমান। আলোচনায় অংশ নেন ডা. আমজাদ হোসাইন, ডা. সমীরন কুমার সাহা, ডা. শংকর নারায়ণ দাস, ডা. মো. লোকমান হোসাইন, ডা. অরুণ কুমার শর্মা, ডা. এস. মোকাদ্দাস হোসেন ও ডা. নুর মোহাম্মদ। অনুষ্ঠান পরিচালনা করেন ডা. মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে ল্যাবএইড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ দাউদ সকলকে ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন ল্যাবএইড ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক (মার্কেটিং ও কমার্শিয়াল) এস এম নূর হোসাইন, ল্যাবএইড হাসপাতালের হেড অব অপারেশন ইফতেখার আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ছাড়া বিশ্ব হার্ট দিবস উপলক্ষে হাসপাতালটিতে শুরু হয়েছে বিশেষ সেবা পক্ষ। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এই সময়ে বিশেষ কার্ডিয়াক স্ক্রিনিং প্যাকেজের মাধ্যমে হৃদ্যন্ত্রের অবস্থা পরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণের সুযোগ থাকবে।