শফিকুর রহমান আল্লাহর তরফ থেকে দূত হিসেবে আমাকে এখানে পাঠিয়েছেন: জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী এক জনসভায় বলেন, 'আমাদের নেতা ডা. শফিকুর রহমান আপনাদের মাঝে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন, আল্লাহর তরফ থেকে দূত হিসেবে আমাকে এখানে পাঠিয়েছেন। না হলে কেন আমি আপনাদের পাশে আসবো, কী জন্য আসবো।'
স্থানীয় ভোটারদের সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নে ১০ দলীয় জোটের প্রার্থীর এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সভার পূর্ণাঙ্গ বক্তব্যের ভিডিওতে কৃষ্ণ নন্দীকে আরও বলতে দেখা গেছে, 'যেহেতু আজ আমি আগত, আমি এখানে একটা কথা বলতে চাই। আমি সাদা মনের মানুষ। আমি চিটারি-বাটপারি এ সমস্ত বুঝি না। আমি জন্মগ্রহণও করিনি চিটারি-বাটপারির ঘরে।'
নিজে সম্ভ্রান্ত পরিবারে বড় হয়েছেন জানিয়ে তিনি বলেন, 'আমার নাম কৃষ্ণ নন্দী, আমার বাবার নাম কালিন্দ্রনাথ নন্দী, তার বাবার নাম ভূপেন্দ্রনাথ নন্দী, তার বাবার নাম বিশ্বশ্রীনাথ নন্দী। আমার বাবা-দাদা করতেন মুসলিম লীগ, আমি করি জামায়াতে ইসলাম। আমাকে ভয় দেখিয়ে দমানো যাবে না, তাহলে আমি দাঁড়িপাল্লার প্রার্থী হতাম না। বাংলাদেশের ৩০০ আসনের মধ্যে আলোচিত প্রার্থী কেন আমি হয়েছি? আপনাদের ভালোবাসা নিয়ে আমি এখানে থাকবো, এখানে মরবো।'
ওই আসনে বিএনপির মনোনীত প্রার্থীর উদ্দেশ্যে তিনি বলেন, 'এখানে কেউ আপনারা মনে করবেন না আমরা পাস করে গেছি। কয়েকদিন আগে এজাজ ভাই (বিএনপির প্রার্থী আমির এজাজ খান) আমাকে বলেছিল আমরা ২৫০ আসন পাবো, আপনারা পাবেন ২০টা আসন। আমি তাকে বললাম, তুমি আল্লাহর সাথে পাল্লা দিও না এজাজ। এটা উল্টো যদি ঘুরে যায় আপনাদের বিপক্ষে, তাহলে কী হবে? তোমার পায়ের মাটি সরে গেছে। তুমি বুঝতে পারবে কয়েকদিন পরে, হুমকি-ধমকি দিও না। আমাদের মতো ভদ্র ভাষায় কথা বলে, ভদ্রভাবে চলে রাজনীতি করতে শেখো। বারবার হেরেছি বারবার হেরেছি কেন বলো (বিএনপির প্রার্থী এই আসনে তিনবার হেরেছেন), মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে হেরে যেতেই হবে।'
এ সময় তিনি দলীয় কর্মী-সমর্থকদের নির্দেশ দিয়ে বলেন, 'আমাদের প্রত্যেকটা গ্রামে গ্রামে যাবেন। সকালে-বিকেলে ভোট চাইতে যাবেন। আমরা ভদ্র ভাষায় মিনতি করে লোকেদের কাছে ভোট চাইবো। আমরা জোর করে বন্দুকের নল দিয়ে ভোট চাইবো না।'
নিজের বিভিন্ন বক্তব্যের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হওয়া প্রসঙ্গে কৃষ্ণ নন্দী বলেন, 'আমার নির্বাচনী এলাকা দাকোপ-বটিয়াঘাটার নাম কেউ জানতো না। আমার জন্য বিশ্বব্যাপী এই এলাকার পরিচয় হয়েছে। ভোটে জিতে এলাকাকে আরও পরিচিত করবো, উন্নয়ন করবো।'
তবে কৃষ্ণ নন্দী ধর্মকে ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন ওই আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমির এজাজ খান। তিনি বলেন, 'সে হিন্দুদের বলছেন মরে গেলে আমার নাম (কৃষ্ণ) নিতে হবে। আবার মুসলমানদের বলছেন আল্লাহর তরফ থেকে দূত হিসেবে তাকে পাঠানো হয়েছে। এটা নির্বাচনি আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।'
