পরিবর্তনের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকার আহ্বান হাসনাত আব্দুল্লাহর
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশকে পরিবর্তন করতে হলে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করতে হবে। জনগণ চায় স্বাধীন কর্মকমিশনের মাধ্যমে তাদের সন্তানরা চাকুরি পাক। তাই আমাদেরকে গণভোটে 'হ্যাঁ' ভোটের পক্ষে থাকতে হবে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া এলাকায় আসন্ন গণভোটে 'হ্যাঁ' ভোটের পক্ষে গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রকাঠামোর পরিবর্তনের প্রয়োজনীয়তা উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, 'প্রধানমন্ত্রীর পদধূলি নিয়ে রাষ্ট্রপতি রাষ্ট্রের দ্বায়িত্ব নেবেন, জনগণ এমন বাংলাদেশ চায় না। এই পরিবর্তন করতে হলে গণভোটে জনগণকে 'হ্যাঁ' ভোটের পক্ষে থাকতে হবে।'
গণসংযোগ শুরুর আগে তিনি দেলপাড়া এলাকায় জুলাই আন্দোলনে শহীদ আদিলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমিনসহ স্থানীয় এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
