চুয়াডাঙ্গায় ‘হেফাজতে’ বিএনপি নেতার মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ
চুয়াডাঙ্গার জীবননগরে নিরাপত্তা বাহিনীর হেফাজতে থাকা অবস্থায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার প্রতিবাদে এবং বিচার দাবিতে টায়ার জ্বালিয়ে ও সড়কে গাছ ফেলে বিক্ষোভ করেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হন জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা অবিলম্বে এই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। নিহত শামসুজ্জামান ডাবলু জীবননগরের মৃত আতাউর রহমানের ছেলে। তিনি জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১২ জানুয়ারি) রাত ১০টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে শামসুজ্জামান ডাবলুকে আটক করা হয়। এর কিছুক্ষণ পরই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, আটকের পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার ওপর নির্যাতন চালিয়েছেন এবং এক পর্যায়ে তিনি মারা যান।
জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান জানান, শামসুজ্জামান ডাবলুর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন আশ্বাস দিয়ে বলেন, 'এ ঘটনার সর্বোচ্চ তদন্ত করা হবে। যারাই অভিযুক্ত হোক তাদের আইনের আওতায় আনা হবে।'
